জাতীয়করণে সম্মতি পেয়েছে শিক্ষামন্ত্রীর স্কুল

জাতীয়করণে সম্মতি পেয়েছে শিক্ষামন্ত্রীর স্কুল

জাতীয়করণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেয়েছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের স্কুল। নতুন করে জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া সিলেটের দুটি স্কুলের মধ্যে রয়েছে শিক্ষামন্ত্রীর স্কুলটি।

স্কুল দুটি হল সিলেটের বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং গোলাপগঞ্জ উপজেলার এম.সি একাডেমী (মাহমুদ চৌধুরী একাডেমী)। পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পড়াশুনা করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সম্মতি ও অর্থ বিভাগের অনাপত্তি পেয়েছে সিলেটের দুটি স্কুল বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় এবং গোলাপগঞ্জ উপজেলার এম.সি একাডেমী (মাহমুদ চৌধুরী একাডেমী)।

সরকারিকরণের লক্ষ্যে শিক্ষালয় দুটিতে শিক্ষক-কর্মচারিদের ২টি উৎসব ভাতাসহ বাৎসরিক বেতন-ভাতা বাবদ কত টাকা প্রয়োজন হবে সে সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। তাছাড়া স্কুল দুটির স্থাবর-অস্থাবর সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারী করে সকল প্রকার নিয়োগ ও সম্পত্তি হ্স্তান্তর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর করার নিমিত্তে ডিড অব গিফট সম্পাদন করে তা মন্ত্রণালয়ে প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

 

 

আরো পড়ুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও টিউশন ফিসহ সব ব্যয় সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রীর

যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় সফল হতে পারেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা, শিক্ষামন্ত্রী

দুর্নীতির দায়ে অপরাধী হলে পুলিশ ব্যবস্থা নেবে বলেছেন শিক্ষামন্ত্রী

Leave a Reply

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline