
বিএনপি জামায়াত শাসন আমলের দুর্নীতির উদাহরণ তুলে ধরতে গিয়ে সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার মন্তব্য করেছিলেন বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি দাবি করেন, গণমাধ্যম এটির ভুল ব্যাখা দিচ্ছে।
‘সহনশীল মাত্রায় ঘুষ খাওয়ার পরামর্শ’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি যুক্তি খণ্ডানোর চেষ্টা করেন।
লিখিত বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘গত ২৪ ডিসেম্বর শিক্ষা ভবনের একটি অনুষ্ঠানের সংবাদ বেশিরভাগ গণমাধ্যমে যথোপযুক্তভাবে তুলে ধরা হলেও কতিপয় পত্রিকা ও অনলাইন মিডিয়ায় আমার বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশিত হওয়ায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সেই বিভ্রান্তির ওপর ভিত্তি করে কতিপয় বিশিষ্টজন ও রাজনৈতিক ব্যক্তিত্বের মতামতও জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, ‘বিশিষ্টজনদের কেউ কেউ কতিপয় মিডিয়ায় প্রকাশিত খণ্ডিত-ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলছেন। তাদের উদ্দেশে বলতে চাই, আমার দীর্ঘদিনের সততার সংগ্রাম, নীতি-আদর্শ, কর্তব্যনিষ্ঠা, দায়িত্ববোধের বিষয়ে আপনারা অবগত। মিডিয়ার খণ্ডিত, ভিত্তিহীন সংবাদের ওপর ভিত্তি করে মন্তব্য করার আগে সরাসরি আমাকে প্রশ্ন করলে অনেক বেশি খুশি হতাম।’
শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শুরুর দিকের কথা তুলে ধরে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দায়িত্ব গ্রহণের প্রথম দিনে শিক্ষা মন্ত্রণালয়ের সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে বলেছিলাম- আমাদের সম্পদ কম, যতটুকু সম্পদ আছে, তার সবটুকু সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে। দুর্নীতি-অপচয় ও অপব্যয় বন্ধ করতে হবে। এক টাকা দিয়ে দুই টাকার কাজ করতে হবে।
টিআইবি আপনার পদত্যাগ দাবি করেছে এক সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এ বিষয়ে টিআইবিকে জিজ্ঞাসা করেন।’
আপনার মন্ত্রীত্বের সময়ে কোনো অধিদপ্তর বা দপ্তরে ঘুষের মাত্রা কমেছে এমন উদাহরণ দিতে পারবেন কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নেরও কোনও জবাব না দিয়েই তিনি সম্মেলনকক্ষ ত্যাগ করেন।
আরো পড়ুন: