যারা ঈদের পরের ব্যাচে অংশগ্রহণ করবেন, বলে ইনবক্স করেছেন, তাদেরকে পুনরায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
এই কোর্সে এইচটিএমএল, সিএসএস, পিএইচপি, ওওপি, ওয়ার্ডপ্রেস বেসিক, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এবং উক্ত কাজের উপর কিভাবে ফ্রিল্যান্সিং করবেন তা শেখানো হবে।
কোর্স সময়: ৫ মাস, সপ্তাহে ২ দিন ৩ ঘন্টা করে
কোর্স ফি:১৫,০০০ টাকা।
কোর্স হবে: অনলাইনে সরাসরি ক্লাস।
কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে।
এই কোর্স শেষে আপনি যেকোন আইটি কম্পানি/সফ্টওয়্যার ফার্মে উচ্চ বেতনে চাকরি করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন এবং নিজে টেমপ্লেট এবং থিম বানিয়ে অনলাইনে বিক্রি করতে পারবেন।
যারা ঈদের পরের ব্যাচে অংশগ্রহণ করবেন, বলে ইনবক্স করেছেন, তাদেরকে পুনরায় যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।