এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট – 109
1081. কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক?
- জাবেদা
- খতিয়ান
- রেওয়ামিল
- নগদান বই
1082. খতিয়ানের মাধ্যমে জানা যায়-
- মোট আয়-ব্যয়ের পরিমাণ
- মোট সম্পদের পরিমাণ
- মোট দায়ের পরিমাণ
- মোট আয়ের পরিমাণ
A,B,C
1083. কীভাবে লেনদেনগুলোকে খতিয়ানে লেখা হয়?
- সারিবদ্ধভাবে
- আলাদাভাবে
- সারিবদ্ধ এবং শ্রেণীবদ্ধভাবে
- তারিখের ক্রমানুসারে
1084. নিচের কোনটি সহকারী খতিয়ানে অন্তর্ভূক্ত হবে?
- আবিদ হিসাব
- আসবাবপত্র হিসাব
- বেতন হিসাব
- উপভাড়া হিসাব
1085. খতিয়ান বইতে ডেবিট দিকে বিবরণের ঘরে কী লিখতে হয়?
- ডেবিট হিসাবটির নাম
- ক্রেডিট হিসাবটির নাম
- প্রতিষ্ঠানের নাম
- মালিকের নাম
1086. ৮ তারিখে নগদান হিসাবের উদ্বৃত্তের পরিমাণ কত?
- ৩০০০ টাকা
- ৭০০০ টাকা
- ১৩০০০ টাকা
- ১৭০০০ টাকা
1087. নিচের কোন উক্তি/উক্তিগুলো সঠিক?
- খতিয়ান হিসাবের পাকা বই
- খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়
- খতিয়ানে লেনদেনগুলোর বিস্তারিত ব্যাখ্যা থাকে
- কোনটিই নয়
A,B
1088. শ্রেণি-বিন্যাসকরণ হিসাব চক্রের কোন পর্যায়?
- প্রথম
- দ্বিতীয়
- তৃতীয়
- চতুর্থ
1089. কোন বইকে হিসাব বই-এর রাজা বলা হয়?
- জাবেদা বই
- নগদান বই
- খতিয়ান বই
- আর্থিক বিবরণী
1090. প্রতিটি হিসাবের প্রকৃত অবস্থা জানা যায় কোনটির মাধ্যমে?
- জাবেদা বই
- ক্রয় জাবেদা
- বিক্রয় জাবেদা
- খতিয়ান বই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট
0 responses on ""খতিয়ান" এসএসসি হিসাববিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 109"