কোষ-বিভাজন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 393
3921. ক্রসিং ওভারের বৈশিষ্ট্য হচ্ছে-
- সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়
- নন-সিস্টার কোমটিডের মধ্যে অংশের বিনিময়
- হোমালোগাস ক্রোমাজোমের ক্রোমটিডের মধ্যে অংশের বিনিময়
A,C
3922. ক্রসিংওভার সংঘটিত হয় –
- নন সিস্টার ক্রোমাটিডে
- সিস্টার ক্রোমাটিডে
- কোষপ্লেটে
- ক ও খ উভয়টিতে
3923. ক্রোমোসোমের সর্বাধিক খাটো ও মোটা হয় কোন ধাপে?
- প্রোফেজ
- মেটাফেজ
- অ্যানাফেজ
- টেলোফেজ
3924. হামোলোগাস ক্রোমোসোমগুলো বাইভ্যালেন্টের মাঝে কত ডিগ্রি করে থাকে?
- 30
- 50
- 70
- 90
3925. স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগকে কী বলে?
- ক্রান্তীয় অঞ্চল
- মেরু অঞ্চল
- বিষুবীয় অঞ্চল
- দ্রাঘিমা
3926. কোষ চক্রে পর্যায়গুলো হলো –
- ইন্টারফেজ
- সাইটোকাইনেসিস
- বিভাজন পর্যায়
A,C
3927. হোমোগোলাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কী বলে?
- ক্রসিংওভার
- বাইভ্যালেন্ট
- সাইন্যাপসিস
- কোনটিই নয়
3928. জীবদেহের কোনো ক্ষতস্থান কোন প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়?
- অঙ্গজ জনন
- মাইটোসিস
- ক্রসিংওভার
- যৌন জনন
3929. মিয়োসিস কোথায় হয়?
- দেহ কোষে
- জনন কোষে
- উভয়টিতে
- কোনটিতেই নয়
3930. কোন উপপর্যায়ের শেষে নিউক্লিওলাস অদৃশ্য হয়ে যায়?
- ডিপ্লোটিন
- জাইগোটিন
- প্যাকাইটিন
- ডায়াকাইনেসিস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "কোষ-বিভাজন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 393"