প্রশ্ন: মেঝেতে ডিম ফেলবেন কিন্তু ফাটবে না।
উওর: কংক্রিটের মেঝে খুব শক্ত,ফাটার কোন অাশঙ্কা নেই।
প্রশ্ন: একটা দেয়াল বানাতে ৮ জন মানুষের যদি ১০ঘন্টা সময় লাগে,চারজন মানুষের কত সময় লাগবে?
উওর: কোন সময় লাগবে না, কারন দেয়ালটা ততক্ষণে তৈরি হয়ে যাবে।
প্রশ্ন: অনেক উঁচু ভবন থেকে ফেললেও বিচ্ছিন্ন হবে না, কিন্তু সমুদ্রে ফেললেই ছিন্নভিন্ন হয়ে যাবে।কি?
উওর: টিস্যু পেপার।
প্রশ্ন: বে অব বেঙ্গল কোন স্টেটে অবস্থিত?
উওর: লিকুইড।
প্রশ্ন: ব্রেকফাস্টে কোন জিনিসটা কখনোই খেতে পারেন না?
উওর: ডিনার।
প্রশ্ন: নীল সাগরে যদি একটা লাল পাথর ছুড়ে মারেন, তবে কি হবে?
উওর: যেটি হওয়ার তাই হবে,পাথরটি ভিজে যাবে নাহলে ডুবে যাবে।
প্রশ্ন: একজন মানুষ কি করে অাট দিন না ঘুমিয়ে থাকতে পারে?
উওর: কোন সমস্যা নেই,রাতে ঘুমাবে।
প্রশ্ন: এক হাতে একটা হাতিকে কিভাবে উপরে তুলবেন?
উওর: এক হাতে উঠানো যাবে এমন হাতি জীবনেও খুজে পাওয়া যাবে না।
0 responses on "কিছু অাই কিউ"