কাজ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2493
24921. বিভব শক্তি নির্ভর করে বস্তুর –
- উচ্চতার উপর
- আকারের উপর
- আয়তনের উপর
- তাপমাত্রার উপর
24922. স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোন বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে?
- গতিশক্তি
- বিভবশক্তি
- বল
- কাজ
24923. নিচের বিবরণগুলো লক্ষ করো –
- কাজের মাত্রা সমীকরণ [W]=[ML2T-2]
- কাজের একক জুল
- কাজ = বল x সরণের উপাংশ
A,B
24924. পানি যখন ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসে তখন কোনটি গতিশক্তিতে পরিণত হয়?
- রাসায়নিক শক্তি
- বিভব শক্তি
- নিউক্লিয় শক্তি
- শব্দ শক্তি
24925. 10 kg ভরের বস্তুকে কত উচ্চতায় তুললে এর বিভবশক্তি 2450J হবে?
- 24.5 m
- 25 m
- 15 m
- 20 m
24926. বৈদ্যুতিক শক্তিকে তাপ ও আলোক শক্তিতে রূপান্তর করে –
- বৈদ্যুতিক পাখা
- বৈদ্যুতিক বাতি
- বৈদ্যুতিক হিটার
B,C
24927. সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলে?
- সৌর রশ্মি
- সৌরকোষ
- সৌর শক্তি
- সৌর বছর
24928. কয়লা থেকে উৎপাদিত হয় –
- আলকাতরা
- বেঞ্জিন
- টলুইন
A,B,C
24929. কোনো যন্ত্র, ব্যক্তি বা উৎস দ্বারা একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণ আমাদের ধারণা দেয় –
- শক্তি
- ক্ষমতা
- শক্তির রূপান্তর
- বল
24930. প্রবাহিত পানির স্রোতে কী ধরনের শক্তি আছে?
- গতিশক্তি
- বিভব শক্তি
- গতিশক্তি ও বিভব শক্তি
- কোন শক্তি নেই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "কাজ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2493"