এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 525
5241. কোনটি একজন ডায়াবেটিস আক্রান্ত রোগীর জন্য মহৌষধস্বরূপ?
- নিয়ন্ত্রিত খাওয়ার অভ্যাস
- ইনসুলিন ইনজেকশন
- পরিমিত ঔষধ সেবন
- সুশৃঙ্খল জীবন ব্যবস্থা
5242. ফ্লোরিজেন কোথায় উৎপন্ন হয়?
- উদ্ভিদের কান্ডে
- উদ্ভিদের পাতায়
- উদ্ভিদের মূলে
5243. কোন রোগের জীবাণু ধান গাছের অতি বৃদ্ধি ঘটায়?
- ধানের ব্লাস্ট রোগ
- ব্যাকনি রোগ
- ধানের ব্লাইট রোগ
- ধানের স্মার্ট রোগ
5244. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত-
- মস্তিষ্ক দ্বারা
- সুষুম্না কান্ড দ্বারা
- ব্রংকিওল দ্বারা
A,B
5245. কোনটির প্রভাব উদ্ভিদের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধিত হয়?
- এনজাইম
- সূর্যলোক
- হরমোন
- খনিজ পদার্থ
5246. অক্সিন সর্বপ্রথম কে আবিষ্কার করেন?
- মেন্ডেল
- চার্লস ডারউইন
- কোল
- হ্যাগেন স্নিট
5247. মেডুলা অবলংগাটা-
- মস্তিষ্কের সামনের অংশ
- এর সামনে রয়েছে পনস
- এর পেছনে আছে সুষুম্না কান্ড
B,C
5248. প্রতিবর্তী ক্রিয়া বলতে বোঝায়?
- উদ্দীপনা আকস্মিকতা
- মস্তিষ্কচালিত প্রতিক্রিয়া
- স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া
A,C
5249. জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করে কোনটি?
- প্যারাথাইরক্সিন
- থাইরক্সিন
- থাইমক্সিন
- ইনসুলিন
5250. জিবেরেলিনের কার্যকারিতা রয়েছে-
- ফুল ফোটাতে
- অংকুরোদগমে
- ফল পাকাতে
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো-বলকে-জানি - এসএসসি-জীববিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 525"