এসো বলকে জানি | এসো-বলকে-জানি – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 530
5291. অক্সিন প্রয়োগে কি গজায়?
- মূল
- কান্ড
- পাতা
- ফুল
5292. মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশটি হলো-
- পনস
- মেডুলা অবলংগাটা
- সেরিবেলাম
5293. বীজের উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে পুষ্প প্রস্ফুটন প্রক্রিয়াটি কী?
- ফার্মেন্টেশন
- ভার্নালাইজেশন
- ফটোপিরিয়ডিজম
- অসমোসিস
5294. সেরিবেলাম এর কাজ হলো-
- দেহের পেশির টান নিয়ন্ত্রন করা
- চলনে সমন্বয় সাধন করা
- দেহের ভারসাম্য রক্ষা করা
A,B,C
5295. থাইমাস গ্রন্থি থেকে নিঃসৃত থাইমক্সিন হরমোনটির কাজ হলো-
- জনন অঙ্গের বৃদ্ধিতে সাহায্য করা
- দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা
- মানসিক বিকাশে সাহায্য করা
5296. অধিকাংশ জিবেরেলিন উদ্ভিদের কোন অংশে পাওয়া যায়?
- উদ্ভিদের মূলে
- উদ্ভিদের কান্ডে
- উদ্ভিদের কান্ড শীর্ষে
- উদ্ভিদের বীজে
5297. মস্তিষ্ক থেকে উৎপন্ন কোন স্নায়ু কাজ নিয়ন্ত্রণ করে?
- মেরু মজ্জা
- করোটিকা স্নায়ু
- অ্যাক্সন
- সুষুম্মাকান্ড
5298. নিচের কোনটিকে গুরুমস্তিষ্ক বলা হয়?
- পনস
- সেরিব্রাম
- মেডুলা
- সেরিবেলাম
5299. মস্তিষ্কের বোঁটা কোনটি?
- পনস
- নিউরন
- সুষুম্না শীর্ষক
- নেফ্রন
5300. কোনটির প্রভাবে ধমনিতে রক্ত প্রবাহ বন্ধ হয়?
- হরমোন
- আয়োডিন
- কোলেস্টেরল
- এনজাইম
এসো বলকে জানি | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসো বলকে জানি এসএসসি জীববিজ্ঞান"