এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1491
14901. যোজ্যতা স্তরে 4s24p3 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুটি-
- VA গ্রুপে অবস্থিত
- বিষাক্ত
- As প্রতীক ধারী
A,B,C
14902. ধাতুগুলো এতো ভালো বিদ্যুৎ পরিবাহী কেন?
- ধাতুসমূহ খুব কঠিন বলে
- ধাতুতে ধনাত্মক আধানবিশিষ্ট ধাতু আয়ন থাকে বলে
- ধাতুকে বিমুক্ত ইলেকট্রন থাকার কারণে
- ধাতুসমূহ আয়নিক যৌগ গঠন করে বলে
14903. নিচের কোন পরমাণুটি ক্যাটায়ন?
- CI-
- O2
- NA+
- F
14904. আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী কোনটি?
- ইলেকট্রন
- প্রোটন
- আয়ন
- নিউট্রন
14905. বন্ধনে Na ইলেকট্রন দান করে কোন নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন লাভ করেছে?
- He
- Ne
- Ar
- Xe
14906. ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুকে কী বলা হয়?
- ক্যাটায়ন
- ক্যাথোড
- অ্যানোড
- অ্যানায়ন
14907. নিচের কোনটি আয়নিক যৌগ?
- H2O
- MGO
- PCI5
- SO2
14908. নিচের কোনটি সমযোজী যৌগের বৈশিষ্ট্য?
- দ্রবণে আয়নিত হয়
- অজৈব দ্রাবকে দ্রবণীয়
- জৈব দ্রাবকে দ্রবণীয়
- বিদ্যুৎ পরিবাহী
14909. ধাতুর পরমাণুগুলো আয়নে পরিণত হলে কোন ধরনের কেলাসে অবস্থান করে?
- একমাত্রিক
- দ্বিমাত্রিক
- ত্রিমাত্রিক
- পঞ্চমাত্রিক
14910. সমযোজী যৌগ গঠিত হয়-
- একই মৌলের পরমাণুর মধ্যে
- ধাতু ও ধাতুর মধ্যে
- নিকটবর্তী তড়িৎ ঋণাত্মক মানসম্পন্ন মৌলের মধ্যে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1491"