এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-রসায়ন-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1499
14981. অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কত?
- 2
- 4
- 6
- 7
14982. গ্রুপ-১৭ এর মৌল-
- ইলেকট্রন গ্রহণ করে নিস্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে
- আয়নিক বন্ধন করতে পারে
- ইলেকট্রন ত্যাগ করে রাসায়নিক বিক্রিয়ায়
A,B
14983. নাইট্রোজেন ডাই-অক্সাইড নাইট্রোজেনের সুপ্ত যোজনী কত?
- 1
- 2
- 4
- 3
14984. কোন মৌলটি বিক্রিয়ায় অংশ নেয় না?
- সোডিয়াম
- কপার
- লেড
- আর্গন
14985. ডাইক্রোমেট মূলকের যোজনী কত?
- 1
- 2
- 3
- 4
14986. AI এর যোজনী কত?
- 2
- 1
- 3
- 5
14987. পানির অণুতে-
- পোলারিটি আছে
- দুই জোড়া মুক্ত ইলেকট্রন আছে
- HOH বন্ধন কোণ 1200
A,B
14988. সমযোজী যৌগসমূহের সাধারণ ধর্মাবলি সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো-
- সমযোজী যৌগ সাধারণ অবস্থায় তরল
- সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তুলনামূলক বেশি
- সমযোজী যৌগসমূহ উদ্বায়ী
14989. অধাতু ইলেকট্রন গ্রহণ করে কোন ধরনের বন্ধনে?
- আয়নিক বন্ধনে
- সমযোজী বন্ধনে
- ধাতব বন্ধনে
- হাইড্রোজেন বন্ধনে
14990. ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত বন্ধন-
- আয়নিক
- সমযোজী
- সন্নিবেশ
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-রসায়ন-5 - এসএসসি-রসায়ন-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1499"