এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1211
12101. কোনটি যৌগিক বাক্য?
- বিপদ আসলে দুঃখও আসে
- দুঃখ ছাড়া সুখ আসে না
- বিপদ এবং দুঃখ এক সময় আসে
- বিপদ দেখলে দুঃখ আসে
12102. কোনটির যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়?
- পদের
- বাক্যের
- বাগধারার
- সমার্থক শব্দের
12103. কোন বাক্যটিতে ক্রিয়া বিশেষণ যোগে বিধেয় সম্প্রসারিত হয়েছে?
- ঘোড়া দ্রুত চলে
- ইনি আমার ভাই
- তোমাকে যেতে হবে
- কুখ্যাত দস্যুদল ধরা পড়েছে
12104. যে পরিশ্রম করে, সে-ই সুখলাভ করে – এটি কোন বাক্য?
- সরল বাক্য
- মিশ্র জটিল বাক্য
- যৌগিক বাক্য
- খন্ড বাক্য
12105. বিদ্যাহীন ব্যক্তি সমাজে উপেক্ষিত হয় – এই সরল বাক্যটির যথার্থ জটিল বাক্য কোনটি?
- যে ব্যক্তি বিদ্যাহীন সে সমাজে উপেক্ষিত হয়
- সমাজে বিদ্যাহীন ব্যক্তি আছে তারা উপেক্ষিত
- বিদ্যাহীনেরাই সমাজে উপেক্ষিত হয়
- সকল বিদ্যাহীনই সমাজে উপেক্ষিত হয়
12106. আমি বহু কষ্ট করেছি, ফলে শিক্ষা লাভ করেছি। – গঠন অনুসারে বাক্যটি –
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- আশ্রিত খন্ডবাক্য
12107. যেটি চেটে খাওয়া যায় – তাকে এককথায় কী বলে?
- চব্য
- চুষ্য
- পেয়
- লেহ্য
12108. বাক্যের উদ্দেশ্য কত প্রকার?
- দুই প্রকার
- তিন প্রকার
- চার প্রকার
- পাঁচ প্রকার
12109. সরল বাক্য কোনটি?
- যদিও তিনি অত্যন্ত দরিদ্র
- তথাপি তার অন্তঃকরণ অতিশয় উচ্চবঙ্গবন্ধু তাঁর তেজাদীপ্ত ভাষণে জাতিকে স্বাধীনতার পথ দেখালেনযদি বিপদ আসে
- তাহলেও আমি এই মহৎ সংকল্প থেকে পেছাব নামুক্তিসেনারা পাকসেনাদের ওপর চূড়ান্ত আঘাত হানলেন এবং স্বাধীনতা ছিনিয়ে আনলেন
12110. মৃতের মতো অবস্থা যার – এককথায় কী হবে?
- মুর্মূর্ষূ
- মুমূর্ষু
- মৃতবৎ
- মৃতপ্রায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1211"