এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1243
12421. আমি তোমাকে দেখে নেব – এ বাক্যে কোন অনুভূতির প্রকাশ পেয়েছে?
- ক্রোধ
- ধিক্কার
- বিরক্তি
- ভীতি
12422. বাগভঙ্গি কী?
- শব্দ ভঙ্গি
- বাচ্য ভঙ্গি
- নানা ভঙ্গিতে উচ্চারণ
- মুখভঙ্গি
12423. চুপটি করে বস – এটা কী ধরনের বাক্য?
- আদেশমূলক
- অনুরোধজ্ঞাপক
- বিবৃতিমূলক
- উপদেশমূলক
12424. তোমাকে আজই যেতে হবে – এটা কী ধরনের বাক্য?
- বিস্ময়বোধক
- বিবৃতিমূলক
- প্রার্থনাসূচক
- আদেশসূচক
12425. কোনটি বিবৃতিমূলক বাক্য?
- দীর্ঘজীবী হও
- আহা আমি তো ভয়ে মরি
- সে লন্ডন যাবে না
- আমার ভিসাটা করে দাও ভাই
12426. কোথায় যাচ্ছে – এটা কী ধরনের বাক্য?
- বিস্ময়সূচক
- প্রশ্নমূলক
- বিবৃতিমূলক
- অনুরোধমূলক
12427. তুমি এত নীচ্! বিস্ময়সূচক বাক্যটি কোন ভাব প্রকাশ করছে?
- ক্রোধ
- ধিক্কার
- লজ্জা
- ঘৃণা
12428. কী সাংঘাতিক বিষয় এটা কী ধরনের বাক্য?
- বিবৃতিমূলক
- প্রশ্নমূলক
- বিস্ময়মূলক
- অনুরোধমূলক
12429. ময়না কথা কয় না – বাক্যটি –
- বিবৃতিমূলক
- প্রশ্নবাচক
- ইচ্ছাসূচক
- আদেশসূচক
12430. বাক্যের বিশেষ বিশেষ অর্থ বা ভাব প্রকাশের জন্যে উচ্চারণের সময় যে ধ্বনিতরঙ্গ সৃষ্টি হয় তাকে কী বলে?
- বিরামচিহ্ন
- পদক্রম
- বাগধারা
- স্বরভঙ্গি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1243"