এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1206
12051. যেটি দমন করা কষ্টকর – এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
- অদম্য
- দুর্দমনীয়
- দুর্নিবার
- অদৃষ্ট পূর্ব
12052. যে উপকারীর অপকার করে – তাকে এককথায় কী বলে?
- অকৃতজ্ঞ
- কৃতজ্ঞ
- কৃতঘ্ন
- পাপী
12053. জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান – এটা কোন ধরনের বাক্য?
- জটিল
- সরল
- যৌগিক
- বিযুক্ত বাক্য
12054. হাসিমের ভাই এসেছে – এ বাক্যে হাসিমের পদটি কিসের সম্প্রসারক?
- ক্রিয়ার সম্প্রসারক
- বিধেয়ের সম্প্রসারক
- বিশেষণের সম্প্রসারক
- উদ্দেশ্যের সম্প্রসারক
12055. যেটি বলা হয় নি – এককথায় কী হবে?
- না কথা
- অনুক্ত
- নির্বাক
- মুক
12056. যতই করিবে দান, তত যাবে বেড়ে – এটি কোন প্রকারের বাক্য
- সরল বাক্য
- জটিল বাক্য
- যৌগিক বাক্য
- কোনোটিই নয়
12057. কোন বাক্যাংশটি গুরুচন্ডালী দোষযুক্ত?
- ঘোড়ার গাড়ি
- শবদাহ
- ঘোটকের গাড়ি
- মড়াপোড়া
12058. শুভক্ষণে জন্ম যার – তাকে এককথায় কী বলে?
- শুভজ
- শুভজন্মা
- ক্ষণজন্মা
- শুভঙ্কর
12059. যেটি বার বার দুলছে – এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
- দুল্যমান
- দোদুল্যমান
- দোলায়মান
- ঝুলন্ত
12060. দুই বার জন্মে যে – সঠিক এককথায় প্রকাশ কোনটি?
- পুনর্জন্ম
- প্রত্যাবর্তন
- দ্বিজ
- অগ্রজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-5 - এসএসসি-বাংলা-2-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1206"