এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1170
11691. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
- সমাপিকা ক্রিয়ায়
- দ্বিকর্মক ক্রিয়ায়
- সকর্মক ক্রিয়ায়
- অসমাপিকা ক্রিয়ায়
11692. ডেকে দে পাষন্ড! বাক্যটিতে ক্রিয়ার ভাবটি –
- নির্দেশক
- আকাঙ্ক্ষা
- সাপেক্ষ
- অনুজ্ঞাসূচক
11693. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে?
- আমরা মেলায় যাই
- সেই বেশি চায়
- গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
- মামা এসেছেন
11694. যত্ন করলে রত্ন মিলে – এখানে করলে কোন ক্রিয়ার উদাহরণ?
- অনুক্ত
- দ্বিকর্মক
- সমাপিকা
- অসমাপিকা
11695. কোন ধাতুর ক্রিয়াপদ উহ্য থাকে?
- কর
- দা
- পড়
- আছ্
11696. বাগানে বেশ কমলা-লিচু ফলেছে – এ বাক্যে ফলেছে কোন ক্রিয়া?
- প্রযোজক ক্রিয়া
- যৌগিক ক্রিয়া
- মিশ্র ক্রিয়া
- নামধাতুর ক্রিয়া
11697. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
- সন্ধ্যা হল
- আকাশে চাঁদ দেখা যায়
- আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে
- শিশুটি কাঁদছে
11698. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন পদটি অপরিহার্য?
- ক্রিয়াপদ
- বিশেষ্য পদ
- অব্যয় পদ
- বিশেষণ পদ
11699. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
- মুখ্য কর্ম
- গৌণকর্ম
- সমধাতুজ কর্ম
- ধাত্বর্থক কর্ম
11700. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে –
- দ্বিকর্মক ক্রিয়া
- গৌণ কর্ম
- মুখ্য কর্ম
- সমধাতুজ কর্ম/ধাত্বর্থক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1170"