এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-14 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 342
3411. সামরিক শাসনের অধীনে দেশের জনগণের-
- জীবন যাপন কঠিন হয়ে পড়ে
- আর্থ-সামাজিক অবস্থায় উন্নতি হয়নি
- অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি সাধিত হয়
A,B
3412. ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ডের মূল উদ্দেশ্য ছিল-
- দেশকে নেতৃত্বশূণ্য
- পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা
- বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ও স্বাধীনতা ধ্বংস
A,B,C
3413. ১৯৭৫-৭৬ সালের তুলনায় ১৯৭৬-৭৭ সালে খাদ্য উৎপাদন হ্রাস পায় কত টন?
- প্রায় ৪ লাখ
- প্রায় ৬ লাখ
- প্রায় ৮ লাখ
- প্রায় ১০ লাখ
3414. ‘তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেওয়া হয় নি।’ – এটি কোন সূরার অন্তর্গত?
- সূরা ফাতিহা
- সূরা ফালাক
- সূরা ইখলাস
- সূরা বাকারা
3415. জিয়াউর রহমান সামরিক ফরমান জারি করেন কত তারিখে?
- ২০ এপ্রিল ১৯৭৭
- ২১ এপ্রিল ১৯৭৭
- ২২ এপ্রিল ১৯৭৭
- ২৩ এপ্রিল ১৯৭৭
3416. জিয়া সেনাপ্রধানের পদ লাভ করেন কীভাবে?
- যোগ্যতার মাধ্যমে
- জোর করে
- বঙ্গবন্ধু খুনিচক্রের সহায়তায়
- রাষ্ট্রীয় ক্ষমতাবলে
3417. ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কতটি আসন লাভ করে?
- 206
- 207
- 208
- 209
3418. এইচ এম এরশাদ কতদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?
- নয় বছর
- দশ বছর
- ছয় বছর
- সাত বছর
3419. জিয়াউর রহমান বি.এন.পির প্রতিষ্ঠাকালীন কী ছিলেন?
- চেয়ারম্যান
- সাধারণ সম্পাদক
- যুগ্ম সম্পাদক
- অর্থ সম্পাদক
3420. এরশাদের পতন হয় কিসের মধ্য দিয়ে?
- রাজনৈতিক দলের গণ-অভ্যুত্থানের
- ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের
- সেনাবাহিনীর গণ-অভ্যুত্থানের
- সাংবাদিকদের গণ-অভ্যুত্থানের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-14 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 342"