এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 506
এসএসসি বাংলাদেশের ইতিহাস | 5051. ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনে কিসের কথা বলা হয়েছে?
- পাঞ্জাব ও বাংলা ভাগের
- ভারত ও পাকিস্তান ভাগের
- ভারত ও বাংলা ভাগের
- বাংলা ও আসাম ভাগের
5052. হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোন স্থানের ডেপুটি মেয়র নির্বাচিত হন?
- কলকাতার
- আগরতলার
- আগ্রার
- নয়াদিল্লির
5053. দিয়া মনে করে, স্বদেশী আন্দোলনের ইতিবাচক দিক হচ্ছে-
- ধর্মীয় দিক
- রাজনৈতিক দিক
- সামাজিক দিক
- অর্থনৈতিক দিক
5054. বাংলা চুক্তি কী নামে খ্যাত?
- সিমলা চুক্তির
- বাংলা চুক্তির
- ইংরেজ চুক্তির
- পাকিস্তানি চুক্তির
5055. সিপাহী বিদ্রোহের সামরিক কারণ হচ্ছে-
- ইংরেজ ও ভারতীয় সৈন্যদের মাঝে বৈষম্য
- ভূমি রাজস্বনীতি
- ভারতীয় সেনাদের কম সুযোগ সুবিধা প্রদান
A,B
5056. চিত্তরঞ্জন দাস কখন মৃত্যুবরণ করেন?
- ১৯২৪ খ্রিস্টাব্দে
- ১৯২৫ খ্রিস্টাব্দে
- ১৯২৬ খ্রিস্টাব্দে
- ১৯২৭ খ্রিস্টাব্দে
5057. সিপাহী বিদ্রোহের অবসান ঘটে কখন?
- ১৮৫৭ সালের জুলাই মাসে
- ১৮৫৮ সালের জুলাই মাসে
- ১৮৫৯ সালের জুলাই মাসে
- ১৮৬০ সালের জুলাই মাসে
5058. ১৯৪৬ খ্রিস্টাব্দে বোম্বাইয়ে কোন বিদ্রোহ দেখা দেয়?
- সেনা বিদ্রোহ
- নৌ বিদ্রোহ
- বিমান বিদ্রোহ
- সৈনিক বিদ্রোহ
5059. খিলাফত আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিলো কোনটি?
- ইংরেজী ভাষার প্রতি গুরুত্বরোপ
- খিলাফতের প্রতি সম্মান প্রদর্শন
- খিলাফতকে ভারতে স্থানান্তর
- খিলাফতে উপযুক্ত খলিফা বসানো
5060. ব্রিটিশদের কোন নীতির কারণে এদেশের কৃষি ধ্বংস হয়?
- ভূমি রাজস্ব নীতি
- চার্টার নীতি
- জন নীতি
- খাদ্য সংরক্ষণ নীতি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস মডেল টেস্ট 506"