এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 422
4211. কীভাবে দেব-দেবীর মূর্তিগুলো নির্মিত হয়েছিল?
- শাস্ত্রীয় অনুশাসন অনুসারে
- সামাজিক অনুশাসন অনুসারে
- রাজনৈতিক অসুশাসন অনুসারে
- ধর্মীয় অনুশাসন অনুসারে
4212. ঢাকা হতে নরসিংদী জেলার দুরত্ব কত কি.মি.?
- 70
- 75
- 80
- 85
4213. নিচের কোন উৎসবে স্ত্রী-পুরুষ সকলে যোগদান করত?
- সরস্বতী পূজায়
- ঘুড়ি উৎসবে
- নববর্ষ উৎসবে
- হোলি উৎসবে
4214. প্রাচীন বাংলা নির্মিত হয়েছিল-
- জৈনস্তূপ
- বৌদ্ধস্তূপ
- খ্রিষ্টান স্তূপ
A,C
4215. প্রাচীন বাংলায় প্রচলিত ছিল-
- জন্মষ্টমী
- দশহরা
- ভ্রাতৃদ্বিতীয়া
A,B,C
4216. ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকদের দানের মধ্যে পরিলক্ষিত হয় যে এটি-
- প্রচলিত বৃক্ষপূজা
- পূজা-পার্বণে আম্র পল্লব
- ধান ছড়া
A,B,C
4217. বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে কোনটি সঠিক?
- সংস্কৃত→ প্রাকৃত→ অপভ্রংশ→ বাংলা
- প্রাকৃত→ সংস্কৃত→ অপভ্রংশ→ বাংলা
- সংস্কৃত→ অপভ্রংশ→ প্রাকৃত→ বাংলা
- অপভ্রংশ→ প্রাকৃত→ সংস্কৃত→বাংলা
4218. প্রাচীন সমাজে সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করতেন কারা?
- ব্রাক্ষণরা
- ক্ষত্রিয়রা
- বৈশ্যরা
- শূদ্ররা
4219. সপ্তম শতকে নিগ্রহন্ত জৈনদের প্রভাব সবেচেয়ে বেশি ছিল-
- উত্তরবঙ্গে
- দক্ষিণবঙ্গে
- পূর্ববঙ্গে
A,B,C
4220. প্রাচীনতম বাংলা ভাষা বলা হয় কোনটিকে?
- মাগধী অপভ্রংশকে
- শৌরশেনী অপভ্রংশকে
- সংস্কৃত অপভ্রংশকে
- পাকৃত অপভ্রংশকে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 422"