এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 414
4131. এসএসসি বাংলাদেশের ইতিহাস | পরম সহিষ্ণু ছিলেন-
- খড়গ বংশের রাজারা
- চন্দ্র বংশের রাজা-মহারাজারা
- পাল বংশের রাজারা
A,B,C
4132. আর্য কথাটি মূলত কি?
- একটি সংস্কৃতিক নাম
- একটি ভাষার নাম
- একটি জাতির নাম
- একটি যুগের নাম
4133. অনুচ্ছেদটি যে জাতিভেদের উল্লেখ করা হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা হিসেবে কাদের মূল্যায়ন করা হয়?
- ক্ষত্রিয়
- ব্রাহ্মণ
- শুদ্র
- বৈশ্য
4134. বাংলায় হিন্দুদের দৈনন্দিন জীবনে কিসের প্রবল প্রভাব ছিল?
- ধর্মশাস্ত্রের
- গণিতশাস্ত্রের
- চিকিৎসা শাস্ত্রের
- বিজ্ঞান শাস্ত্রের
4135. পৌরাণিক পূজা পার্বণের রীতিনীতি ও ক্রিয়াকলাপ হতে যে সকল ধর্ম সম্প্রদায়ের উদ্ভব হয় তাদের মধ্যে অন্যতম ধর্মাবলম্বী কারা?
- বৈষ্ণবরা
- ব্রাহ্মণরা
- বৌদ্ধরা
- জৈনরা
4136. প্রাচীন বাংলায় বিলাসিতার জন্য উন্নতি লাভ করেছিল-
- স্বর্ণশিল্প
- হিরাশিল্প
- মণি-মাণিক্য শিল্প
A,C
4137. প্রাচীন বাংলার জমির প্রধান তিনটি ভাগ ছাড়াও অন্য ভাগগুলো হলো-
- চারণ
- অনুর্ববর
- বনজঙ্গল
A,B,C
4138. বাংলায় তুর্কিরা আগমন করে কত শতকে?
- নবম
- দশম
- একাদশ
- ত্রয়োদশ
4139. প্রাচীন বাংলায় বর্ণ প্রথার ক্ষেত্রে প্রযোজ্য-
- এক জাতির মধ্যে বিবাহ হতো
- ব্রাক্ষ্মণরা সবার সাথে মিশতো
- উচ্চ শ্রেণির বর ও নিম্ব শ্রেণির কন্যার মধ্যে বিবাহ চালু ছিল
A,C
4140. সম্প্রতি উয়ারী-বটেশ্বর কত বছরের পুরাতন ধ্বংসাবশেষ পাওয়া গেছে?
- ২০০০ বছরের
- ২৫০০ বছরের
- ৩০০০ বছরের
- ৩৫০০ বছরের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস - মডেল টেস্ট"