এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 411
4101. প্রাচীন বাংলায় কত প্রকার ভূমি ছিল?
- 2
- 3
- 4
- 5
4102. অমিয় চক্রবর্তী দাদির প্রায় ৯০ বছর বয়স হতে চলল। তিনি এখনো ধর্মীয় অতি প্রাচীন রীতিগুলো পালনের চেষ্টা করেন। প্রাচীন বাংলায় পালিত হতো এমন কিছু উৎসবেও তিনি অমিয়দের নিয়ে আয়োজন করে। তবে কিছু উৎসব এখনো সামাজিক ভাবেই সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেছে।প্রাচীন কালের উৎসবটি এখনো পালিত হয়?
- হোলাকা
- দ্যুত-প্রতিপদ
- কোজাগরী
- সুখরাত্রিব্রত
4103. অমিয়দের বাড়িতে একান্ত দাদির ইচ্ছায় কোজগারী পূর্ণিমা রাত্রি কীভাবে পালিত হবে?
- দুধ-নারিকেলের নানাবিধ খাদ্য গ্রহণে
- চিড়া-নারিকেলের নানাবিধ খাদ্য গ্রহণে
- দুধ-ভাতের নানাবিধ খাদ্য গ্রহণে
- চিড়া-গুড়ে নানাবিধ খাদ্য গ্রহণে
4104. অমিয় সামাজিক ভাবে প্রাচীন বাংলার উৎসব হিসেবে লক্ষ করবে-
- আকাশ প্রদীপ
- গঙ্গাস্নান
- মহা-অষ্টমি
A,B,C
4105. প্রাচীন বাংলার সবচেয়ে প্রাচীন মন্দিরটির কোনটি?
- কান্তজির মন্দির
- দেবকোটের মন্দির
- বরাকরের মন্দির
- কাশ্মিরের মন্দির
4106. প্রাচীন বাংলায় ব্রাক্ষণদের নির্দিষ্ট কর্ম ছিল-
- অধ্যায়ন
- অধ্যাপনা
- পূজা-পার্বণ করা
A,B,C
4107. গরুর গাড়ির অনেক কদর ছিল, কারণ-
- যাতায়াতের প্রধান মাধ্যম ছিল
- নববধূকে শ্বশুর বাড়িতে আনার ক্ষেত্রে ব্যবহৃত হতো
- দ্রুত যাতায়াত করা যেত
A,B
4108. নাটোরের পাহাড়পুড়ে একটি জৈন বিহার ছিল কত খ্রিস্টীয় শতকে?
- তৃতীয়
- চতুর্থ
- পঞ্চম
- ষষ্ঠ
4109. বর্ম ও সেন রাজাদের পৃষ্ঠপোষকতার ফলে বৈদিক ধর্ম আরও প্রসার লাভ করে-
- দশম শতকে
- একাদশ শতকে
- দ্বাদশ শতকে
B,C
4110. বৈষ্ণবধর্মের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত-
- কৃষ্ণলীলা
- রামায়ণ
- মহাভারত
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 411"