এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 410
4091. বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের দিক থেকে চর্যাপদগুলোর মূল্য অপরিসীম। এর যথার্থতা নিরূপণে বলা যায়-
- বাংলা সাহিত্যের জন্ম
- সহজিয়া ও বাউল গানের উৎপত্তি
- বৈষ্ণব পদাবলীর উৎপত্তি
A,B,C
4092. প্রাচীন বাংলায় পানীয় হিসেবে পরিচিতি ছিল-
- দুধ
- ইক্ষু রস
- তাল রস
A,B,C
4093. ‘কাম-মহোৎসবে’ বাদ্য সহকারে অশ্লীল গানের রীতি প্রচলিত ছিল কোন মাসে?
- ভাদ্র
- ফাল্গুন
- চৈত্র
- মাঘ
4094. বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল কাদের জন্য?
- বিধবাদের
- নারীদের
- সধবাদের
- পুরুষদের
4095. প্রাচীনকাল থেকে বিশ্বখ্যাত কোন কাপড় বাংলায় তৈরি হতো?
- রেয়ন
- রেশমী
- মসলিন
- পশমী
4096. বঙ্গের রপ্তানি পণ্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল-
- চিনি
- রেশমি কাপড়
- তেজপাতা
A,B,C
4097. এখন পর্যন্ত মোট কতটি চর্যাপদ পাওয়া গেছে?
- ৪০ টি
- ৪৩ টি
- ৪৫ টি
- ৪৭ টি
4098. প্রাচীন বাংলায় জমির প্রকত মালিক ছিল কে?
- কৃষক
- মজুর
- রাজা
- বর্গাচাষি
4099. বাংলা সাহিত্যের জন্ম হয় যেভাবে-
- সংস্কৃত ভাষার মাধ্যমে
- চর্যাপদের মাধ্যমে
- অপভ্রংশের মাধ্যমে
B,C
4100. কবির সাহেব জাতীয় জাদুঘরে পর্যবেক্ষণ করে দেখলেন প্রাচীনকালে ‘H’ নামের কাপড়ের খুবই সমাদর ছিল। ‘H’ দ্বারা কোনটিকে নির্দেশ করা হয়েছে?
- জামদানি শাড়ি
- রেশমী শাড়ি
- মসলিন শাড়ি
- মোট কাপড়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 410"