আঠারো বছর বয়স | এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য-1-আঠারো-বছর-বয়স – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-পদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 700
6991. প্রাণবন্ত তরুণেরা কী দেখে ক্ষুব্ধ হয়?
- অত্যাচার-শোষণ দেখে
- মৃত্যু দেখে
- পরাজয় দেখে
- হতাশ হয়ে
6992. আঠারো বছর বয়সে কী প্রকট হয়ে দেখা দেয়?
- মানবিক সম্পর্ক
- জীবন সংকটঅনুভূতির তীব্রতা
- সুগভীর সংবেদনশীলতাঅস্তিত্ব সংকট
- মৃত্যু ভাবনা”;}}
6993. ‘মাথা’ শব্দটি কোন শব্দ থেকে পরিবর্তিত হয়ে এসেছে?
- মাথা
- শির
- মস্তক
- মগজ
6994. সুকান্ত ভট্টাচার্য কী দেখে অত্যন্ত আলোড়িত হয়েছিলেন?
- বাংলার প্রকৃতি
- বাঙালির বিদ্রোহ
- বাংলার ঐতিহ্যমহাযুদ্ধের ধ্বংস
- তান্ডবলীলা”;}}
6995. কোন বয়স নতুন কিছু করে?
- ষোলো বছর বয়স
- আঠারো বছর বয়স
- বিশ বছর বয়স
- উনিশ বছর বয়স
6996. রবীন্দ্র-নজরুলোত্তর যুগের বিদ্রোহী তরুণ কবি কে?
- বুদ্ধদের বসু
- অমিয় চক্রবর্তী
- সুকান্ত ভট্টাচার্য
- শক্তি চট্টোপাধ্যায়
6997. শুদ্ধ বানান হিসেবে নিচের কোনটিকে চিহ্নিত করা যায়?
- অগ্রনি
- দীর্ঘশ্বাস
- আত্না
- ষ্টিমার
6998. ‘আঠারো বছর বয়স’ কবিতার প্রথম স্তবকে কী প্রকাশিত হয়েছে?
- তারুন্যের ভয়াবহ রূপ
- তারুণ্যের মাতৃরূপ
- তারুন্যের শক্তিময়তা
- তারুণ্যের অসহায়ত্ব
6999. কবি সুকান্ত ভাট্টার্যের সাথে নিচের কোন কবির সাদৃশ্য কুঁজে পা,য়া যায়?
- রবীন্দ্রনাথ ঠাকুর
- জসীমউদ্দীন
- কাজী নজরুল ইসলাম
- আহসান হাবীব
7000. ‘অত্যাচার’ শব্দটি ব্যাকরণের কোন নিয়মে গঠিত হয়েছে?
- সন্ধিযোগে
- সমাসযোগে
- উপসর্গযোগে
- প্রত্যয়যোগে
আঠারো বছর বয়স | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।