আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2586
25851. হ্রস্ব দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির চশমার লেন্সের ফোকাস দূরত্ব 20cm। এক্ষেত্রে-
- লেন্সটির ক্ষমতা +5d
- লেন্সের আলোক কেন্দ্র হতে 40cm দূরত্বের লক্ষ্যবস্তুর জন্য বিম্বের প্রকৃতি অসদ হয়
- লেন্সটির ক্ষমতা-5d
B,C
25852. লেন্সের ক্ষমতার প্রচলিত একক কোনটি?
- মিটার
- রেডিয়ান
- ডাইঅপ্টার
- লুমেন
25853. শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য যেকোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ককে কী বলে?
- আপেক্ষিক প্রতিসরণাঙ্ক
- আপাত প্রতিসরণাঙ্ক
- পরম প্রতিসরনাঙ্ক
- প্রকৃত প্রতিসরণাঙ্ক
25854. নিম্নের কোনটি তীব্র আলোতে সাড়া দেয়?
- রড
- রেটিনা
- চক্ষু লেন্স
- কোণ
25855. লেন্সের প্রধান ফোকাস কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
25856. কোনটিতে উল্টো প্রতিবিম্ব গঠিত করে?
- সমতল দর্পণ
- অবতল লেন্স
- অপসারী লেন্স
- উত্তল লেন্স
25857. দীর্ঘদৃষ্টি দূর করা যায়-
- অবতল লেন্সের চশমা ব্যবহার করে
- উত্তল লেন্সের চশমা ব্যবহার করে
- চোখের ফোকাস দূরত্ব দীর্ঘ দৃষ্টির নিকট দূরত্বের সমান করে
B,C
25858. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে প্রতিফলিত রশ্মি-
- ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়
- ঘন মাধ্যম থেকে ঘন মাধ্যমেই ফিরে আসে
- হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়
- হালকা মাধ্যম থেকে হালকা মাধ্যমেই ফিরে আসে
25859. ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের অসুবিধা কোনটি?
- দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না
- কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না
- দূরের কিংবা কাছের কোন জিনিসই স্পষ্ট দেখতে পায় না
- একটি লক্ষ্যবস্তুকে দুটি মনে হয়
25860. বাইরের অনিষ্ট হতে চোখকে রক্ষা করে কোনটি?
- শ্বেতমন্ডল
- রেটিনা
- কৃষ্ণমন্ডল
- পিউপিল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2586"