আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2582
25811. লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের সামনে কোথায় স্থাপন করলে বাস্তব, উল্টো ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে?
- f ও 2f এর মধ্যে
- 2f দূরত্বে
- F দূরত্বে
- 2f দূরত্বের বাইরে
25812. রেটিনার উপর বিম্ব বা আলো পড়লে কোথায় উত্তেজনা সৃষ্টি হয়?
- মস্তিষ্কে
- কর্ণিয়ায়
- স্নায়ুতন্ত্রে
- চক্ষুলেন্সে
25813. তাসিনের দাদুর ব্যবহৃত চশমার ক্ষমতা-
- ঋণাত্মক
- ধনাত্মক
- নিরপেক্ষ
- কোনটিই নয়
25814. তাসিনের দাদুর রোগটি হয় কেন?
- চোখের অভিসারী ক্ষমতা কমে গেলে
- চোখের লেন্সের ফোকাস দূরত্ব কমে গেলে
- অক্ষি গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি পেলে
B,C
25815. -2D বলতে কি বোঝায়?
- লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব 1 মিটার
- লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব 1 মিটার
- লেন্সটি উত্তল এবং এর ফোকাস দূরত্ব 50 সে.মি.
- লেন্সটি অবতল এবং এর ফোকাস দূরত্ব 50 সে.মি.
25816. প্রতিসরণাঙ্কের একক কী?
- মিলিমিটার
- মাইক্রন
- মিউ
- একক নেই
25817. উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর f ও 2f -এর মধ্যে লক্ষ্যবস্তু রাখলে কিরূপ প্রতিবিম্ব হবে?
- সদ উল্টো সমান
- সদ উল্টো খর্বিত
- অসদ
25818. ফোকাস দূরত্বকে নিচের কোনটি দ্বারা প্রকাশ করা হয়-
- P
- O
- F
- f
25819. -2D ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
- 0.5cm
- -0.5m
- 0.5m
- 0.20m
25820. উত্তল লেন্সে লক্ষ্যবস্তু 2f দূরত্বে থাকলে প্রতিবিম্বের আকৃতি কিরূপ হবে?
- অত্যন্ত খর্বিত
- লক্ষ্যবস্তুর সমান
- অত্যন্ত বিবর্ধিত
- খর্বিত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2582"