আমাদের-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1986
19851. গহনা তৈরিতে ব্যবহৃত মৌল-
- Ag
- Au
- Hg
A,B
19852. বেশির ভাগ খনি সাধারণ কোন এলাকায় থাকে?
- বন এলাকায়
- মেরু এলাকায়
- মরু এলাকায়
- চুনা এলাকায়
19853. প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়। এক্ষেত্রে কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়?
- গ্যাসের বর্ণ পরীক্ষা করে
- গ্যাসের গঠন পরীক্ষা করে
- গ্যাসের উষ্ণতা নির্ণয় করে
- গ্যাসের চাপ নির্ণয় করে
19854. মাটির প্রতিটি সমান্তরাল স্তরকে কি বলে?
- দিগবলয়
- সাবসয়েল
- সারফেস সায়েল
- উপসয়েল
19855. ধাতব খনিজ পদার্থ কোনটি?
- মাইকা
- কোর্য়াটাজ
- রূপা
- কয়লা
19856. নিচের কোন উপাদানটি প্রাণীদেহের ত্বকে ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে?
- ফর্মালিন
- রেনিয়াম
- আর্গন
- কার্বন ডাইঅক্সাইড
19857. সবচেয়ে বেশি জৈব পদার্থ থাকে কোন মাটিতে?
- পলি
- বালু
- ঘড়ি
- পিটি
19858. বালুমাটির-
- পানিধারণ ক্ষমতা নেই
- মাটির গুটি বানানো যায় না
- ফলন ভালো হয়
A,B
19859. হিউমাস-
- লিগনিন ও ট্যানিন থেকে গঠিত
- প্রাণীর দেহাবশেষ থেকে গঠিত
- জটিল পদার্থ
A,B,C
19860. আমাদের দেশে উত্তোলিত প্রাকৃতিক গ্যাসের-
- শতকরা ১ ভাগ বাণিজ্যিক প্রতিষ্ঠানে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়
- শতকরা ৫ ভাগ অপচয় হয়
- ২০০৩ সাল থেকে জ্বালানি হিসেবে যানবাহনে ব্যবহৃত হচ্ছে
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1987
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1988
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1989
0 responses on "আমাদের-সম্পদ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1986"