আমাদের-সম্পদ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1987
19861. পলি মাটিতে-
- বিদ্যমান কণাগুলো দানাদার
- মসৃণজৈব ও খনিজ পদার্থ থাকে
- পানি ধারণক্ষমতা সবচেয়ে কম
A,B
19862. গাছের কোন অংশটি মাটি সংরক্ষণে ভূমিকা রাখে?
- মূল
- কান্ড
- পাতা
- ফল
19863. মাটি এসিডিক হলে কোন খনিজ পদার্থটি ব্যবহার করলে প্রশমন হয়?
- ম্যাগনেটাইট
- কোয়াটজ
- জিপসাম
- চুনাপাথর
19864. কোন ধরনের মাটি সবচেয়ে বেশি উর্বর হয়?
- বালু মাটি
- পলি মাটি
- দোআঁশ মাটি
- কাদামাটি
19865. রাসায়নিক সারের তুলনায় জৈব সার উত্তম বিবেচিত হওয়ার কারণ-
A,B
19866. ইউরিয়া সারের কাঁচামাল কোনটি?
- ইথেন
- প্রোপেন
- বিউটেন
- মিথেন
19867. কার্বনযুক্ত স্পঞ্জের মতো ছিদ্রযুক্ত জৈব পদার্থ-
- পিট
- উচ্চচাপে ও তাপে পরিবর্তিত হয়ে কয়লায় পরিণত হয়
- আংশিক পাতন প্রক্রিয়ায় পরিশোধিত করা হয়
A,B
19868. গ্যাসকূপে গ্যাসের সাথে কী থাকে?
- স্বর্ণ
- তেল
- লোহা
- তামা
19869. নিচের কোনটি মাটির উর্বরতা নষ্ট করে?
- সিজিয়াম
- ম্যাগনেসিয়াম
- অ্যালুিমনিয়াম
- ফসফরাস
19870. সাধারণত খনিজ পদার্থের নির্দিষ্ট দ্যুতি থাকে। দ্যূতির ক্ষেত্রে বলা হয়-
- পাইরাইটসমূহ ধাতুর মতোই দ্যূতি প্রদর্শন করে
- অধাতব কোনো খনিজেরই দ্যুতি নেই
- হীরার দ্যুতি সর্বজনবিদিত
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরও পড়ুন :
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1988
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1989
আমাদের-সম্পদ – এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1990
0 responses on "আমাদের-সম্পদ - এসএসসি-সাধারণ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1987"