ইশিখন.কম ব্লগ

আধুনিক যুগের সূচনা

………­

…..
→ বাংলা সাহিত্যে আধুনিক যুগের সাথে সম্পর্কিত – ইউরোপীয়দের আগমন।
→ উইলিয়াম কেরী বাংলায় আসেন – ১৭৯৩ সালে (খৃষ্টধর্ম প্রচারের উদ্দেশ্যে)।
→ শ্রীরামপুর মিশন – প্রতিষ্ঠিত ১৮০০ সালের ১০ জানুয়ারি এবং বন্ধ হয় ১৮৪৫ সালে।
→ শ্রীরামপুর মিশন প্রেস – প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের মার্চ মাসে (পঞ্চানন কর্মকারকে এই প্রেসে নিয়োগ দেওয়া হয়) এবং বন্ধ হয় ১৮৫৫ সালে।
→ ফোর্ট উইলিয়াম কলেজ – প্রতিষ্ঠিত হয় ১৮০০ সালের ৪ মে এবং বন্ধ হয় ১৮৫৪ সালে (লর্ড ডালহৌসির সময়ে)।
→ ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের (প্রতিষ্ঠিত ১৮০১ সালের ২৪ নভেম্বর) অধ্যক্ষ – উইলিয়াম কেরী।
→ ‘ফোর্ট উইলিয়াম পর্বে’ ১৮০১-১৮১৫ সালের মধ্যে – ৮ জন লেখক ১৩টি বাংলা গদ্যগ্রন্থ লিখেন।
→ হিন্দু কলেজ – প্রতিষ্ঠিত হয় (রাজা রামমোহন রায়ের প্রচেষ্টা ও ডেভিড হেয়ারের সহায়তায়) ১৮১৭ সালের ২০ জানুয়ারি এবং বন্ধ হয় ১৮৫৫ সালের ১৫ এপ্রিল। এর স্থলাভিষিক্ত হয় প্রেসিডেন্সী কলেজ।
→ হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন – অ্যাংলো-ইন্ডিয়ান (ব্রিটিশ পিতা ও ভারতীয় মাতার সন্তান)।
→ ডিরোজিও ছিলেন -হিন্দু কলেজের ইংরেজী সাহিত্য ও ইতিহাস বিষয়ের শিক্ষক।
→ ডিরোজিওর শিষ্যদের বলা হয় – ইয়ং বেঙ্গল।
→ ইয়ং বেঙ্গলের মূখপত্র – জ্ঞানান্বেষন।
→ ইয়ং বেঙ্গল প্রতিষ্ঠিত সাহিত্য ও বিতর্ক সংঘ – অ্যাকাডেমিক অ্যাসেসিয়েশন (১৮২৮)।
সূত্র : শীকর বাংলা সাহিত্য ।

আরো পড়ুন:

বাংলা ভাষা ও সাহিত্য – মীর মশাররফ হোসেন

বাংলা ভাষা ও সাহিত্য – সংখ্যাবাচক শব্দ

বাংলা ভাষা ও সাহিত্য – প্রথম

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline