আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2416
24151. কোনটির সাহায্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে চিঠি পাঠানো ও গ্রহণ করা যায়?
- ইন্টারনেট
- মোবাইল
- ই-মেইল
- ফ্যাক্স
24152. তেজস্ক্রিয়তার বহুল ব্যবহার রয়েছে-
- চিকিৎসা বিজ্ঞানে
- কৃষিক্ষেত্রে
- শিল্প কারখানাতে
A,B,C
24153. ই-মেইলের জন্য প্রয়োজন-
- গ্রাহক ও প্রেরকের ইমেইল এড্রেস
- ইন্টারনেট
- ল্যাপটপ
A,B
24154. ৬১. গামা রশ্নির উপস্থিতি নির্ণয় করা যায়-
- ফটোগ্রাফিক ফিল্মের সাহায্যে
- ক্লাউড চেম্বারের সাহায্যে
- গাইগার মূলার কাউন্টারের সাহায্যে
A,B,C
24155. রেডিওর গ্রাহকযন্ত্র-
- বেতার তরঙ্গ গ্রহণ করে
- বাহকতরঙ্গ হতে শব্দকে পৃথক করে
- শব্দকে সরাসরি বর্ধিত করে
A,B
24156. নিম্নের কোনটি হলো মাইক্রোফোনের যে অংশ যেটি শব্দের কম্পনকে তড়িতে রূপান্তরের জন্যে ডিজাইন করা থাকে?
- স্পীকার
- চলকুন্ডলী
- গ্যালভানোমিটার
- ডায়াফ্রাম
24157. কত সালে টেলিভিশন আবিষ্কৃত হয়?
- 1816
- 1946
- 1926
- 1864
24158. কীভাবে তেজস্ক্রিয় পদার্থ আলফা, বিটা ও গামা রশ্নি নির্গত হয়?
- যখন সেটি উত্তপ্ত করা হয়
- যখন তার উপর উচ্চ চাপ প্রয়োগ করা হয়
- যখন অন্য পদার্থের সাথে সংঘর্ষ হয়
- কোনো রকম প্রভাব ছাড়া স্বতঃস্ফূর্তভাবে
24159. লাউড স্পীকারের রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
- শব্দতরঙ্গকে তড়িৎ তরঙ্গে
- বেতার তরঙ্গকে শব্দতরঙ্গে
- শব্দতরঙ্গকে বেতার তরঙ্গে
- তড়িৎ তরঙ্গকে শব্দতরঙ্গে
24160. স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্য কীসের উপস্থিতি নির্ণয় করা যায়?
- গামা রশ্নি
- ভেদনযোগ্যতা
- বিটা কণা
- আলফা কণা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2416"