আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1303
13021. হাফিজুর জমিতে কী আবাদ করেন?
- করলা
- পুঁইশাক
- বরবটি
A,B,C
13022. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন-২০১০ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মহীন লোকের সংখ্যা হচ্ছে-
- ৬ লক্ষ
- ১৬ লক্ষ
- ২৬ লক্ষ
- ৩৬ লক্ষ
13023. মি. মশিউল আলম একজন অর্থ উপদেষ্টা। দেশের বেকারত্ব রোধে কোন দিকটির প্রতি তার সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা উচিত?
- সরকারি চাকরি
- বেসরকারি চাকরি
- আত্মকর্মসংস্থান
- বেকার ভাতা
13024. সফলতার সাথে ব্যবসায় পরিচালনার জন্যে প্রয়োজন-
- স্থায়ী মূলধন
- জনশক্তি
- চলতি মূলধন
A,C
13025. আত্মকর্মসংস্থানের মোধ্যমে নিশ্চিত করা যায়-
- শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ
- বেকারত্ব দূরীকরণ
- অর্থনৈতিক উন্নয়ন
A,B,C
13026. জনাব আলম স্বাধীনচেতা মনোভাবের কারণে আত্মকর্মসংস্থানের মাধ্যমে জীবিকা অর্জনে আগ্রহী। তার জন্যে উপযুক্ত ক্ষেত্র কোনটি?
- সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং
- প্রিন্টিং এন্ড পাবলিশিং
- পার্টনারশিপ
- ফাইন্যান্সিং কর্পোরেশন
13027. কে সম্প্রতি তার জেলার সেরা নারী উদ্যোক্তার পুরস্কার পান?
13028. কোন মন্ত্রণালয় মহিলাদের জন্য উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে থাকে?
- মহিলা বিষয়ক মন্ত্রণালয়
- যুব মন্ত্রণালয়
- অর্থ মন্ত্রণালয়
- বাণিজ্য মন্ত্রণালয়
13029. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র-
- হস্তচালিত তাঁত
- মাদুর তৈরি
- লবন উৎপাদন
A,B,C
13030. দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরীকরণ কিসের মাধ্যমে সম্ভব?
- প্রদক্ষিণ
- প্রমোশন
- প্রণোদনা
- প্রশিক্ষণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1303"