চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
The Usage of Noun-3
Rule 11: Sentence এর শুরুতে bracket থাকলে ঐ word টি noun হয়।
Example: (Poor) leads a man to the hell.= Poverty leads a man to the hell.
Rule 12: Have/has/had(main verb)+bracket থাকলে ঐ word টি noun হয় ।
Example: She has (honest) in her activities. = She has honesty in her activities.
Rule 13: Of এর পর bracket এ verb থাকলে ing যুক্ত হয় কিন্তু অন্য parts of speech হলে ঐ word টি noun হয়। Example: We should realize the importance of (educated) for the child. We should realize the importance of education for the child.
Rule 14: Many/much এর পর bracket এর word টি noun হয়। Example: You should take much (important) on English. = You should take much importance on English.
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: The Usage of Noun-3"