আজকের টিপস চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
বিভিন্ন নদীসমূহের উৎপত্তি স্থল:
টেকনিক নং–১
______________
১.পদ্মা=হিমালয় পর্বতের গঙ্গেত্রী হিমবাহ
ছন্দ=#হিমালয় পর্বতে #পদ্মা মাছ।
২.যমুনা=তিব্বতের মানস সরোবর হ্রদ.
৩.ব্রহ্মপুত্র= তিব্বতের মানস সরোবর হ্রদ
ব্রাহ্মণের পুত্রের বয়স বয়স #তিন #মাস
৪.মেঘনা = আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড়
#মেঘনা নামের মেয়েটি এখন #লুসাই পাহাড়ে।
৫.কর্ণফুলী= আসামের লুসাই পাহাড়ের লংলেহ
#কানে ফুল দুলেহ
৬.সাঙ্গু = আরাকান পর্বত
সাঙ্গু আরা
৭.করতোয়া= সিকিমের পার্বত্য অঞ্চল ।
নাফ= আরাকান
#আরে কানে #ফনা
৮.হালদা=খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ।
এবার হালখাতা বাদ
৯.মাতামুহুরী=লামার মইভার পর্বত
লামার মা মহুরী
১০.ফেনী=পার্বত্য ত্রিপুরা পাহাড়
পর্বতের উপরে(=ত্রিপুরা) ফেনায়িত(=ফেনী) পাহাড়
টেকনিক—২
তিস্তা সিকিম থেকে #লাল, #নীল, #রং হয়ে বাংলাদেশে এসেছে।
ব্যাখ্যা :- তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে #লালমনিরহাট,
#নীলফামারী এবং #রংপুরের ভিতর দিয়ে বাংলাদেশে এসেছে।
টেকনিক—৩
তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন ৫টি নদী——- ( YES -JB )
Y= ইয়াংসিকিয়া
E= ইরাবতী
S= সিন্দু
J= যমুনা
B= ব্রহ্মপুত্র
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: বিভিন্ন নদীসমূহের উৎপত্তি স্থল:"