📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনলাইনে গ্যাস বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ

অনলাইনে গ্যাস বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ করবেন যেভাবেঃ

বর্তমান সময়ে সব কিছু ইন্টারনেট নির্ভর হওয়ায় বাংলাদেশে গ্যাস বিদ্যুৎ পানি সরবরাহকারী প্রতিষ্ঠান গুলো অনলাইনে তাদের বিল পরিশোধের ব্যবস্থা চালু করেছে। গ্রাহকরা এখন ঘরে বসেই তাদের এসব বিল গুলো পরিশোধ করতে পারবেন। এ ব্যপারে বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

জিপি গ্রাহকরা যেভাবে বিল দেবেনঃ

প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য গ্রামীণফোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে Reg লিখে একটি স্পেস দিয়ে, কোম্পানি কোড লিখে আবারো একটি স্পেস দিয়ে এবং বিলের অ্যাকাউন্ট নম্বর লিখে ১২০০ তে SMS করতে হবে।

উদাহরণঃ

DPDC-এর ক্ষেত্রে Reg DPDC 12345678
DESCO-এর ক্ষেত্রে Reg DSCO 12345678
TITAS-এর ক্ষেত্রে Reg DSCO 12345678
BPDB-এর ক্ষেত্রে Reg BPDB 12345678
এখানে, ১২৩৪৫৬৭৮ একটি নমুনা অ্যাকাউন্ট নম্বর। গ্রাহক যে ইউটিলিটি কোম্পানির বিল দিতে ইচ্ছুক, তাকে সেই কোম্পানির ইউটিলিটি অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে প্রাপ্ত পিন নম্বর পরিবর্তন করে নেওয়া উচিত এবং প্রয়োজনমতো টাকা রিফিল করে গ্রাহক তার মোবাইলের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।

রবি গ্রাহকরা যেভাবে বিল দেবেনঃ

এই সার্ভিসটি নিতে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন জন্য গ্রাহককে রবি “ক্যাশ পয়েন্ট” লোগো  চিহ্নিত এজেন্টের নিকট যেতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে গ্রাহককে একটি পিন নাম্বার দেওয়া হবে।
পরবর্তী সময় গ্রাহক *৭৮৭# ডায়াল করে একটি পাওয়ার মেনুর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।
গ্রাহকরা এই সার্ভিসের মাধ্যমে BPDP, DESCO, WASA এই তিন প্রতিষ্ঠানের বিল পরিশোধ করতে পারবেন।

বাংলালিংক গ্রাহকরা যেভাবে বিল দেবেনঃ

প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য বাংলালিংক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে Reg লিখে একটি স্পেস দিয়ে, কোম্পানি কোড লিখে আবারো একটি স্পেস দিয়ে এবং বিলের অ্যাকাউন্ট নম্বর লিখে ১২০০ তে SMS করতে হবে।

উদাহরণঃ

DESCO-এর ক্ষেত্রে Reg DSCO 12345678
BPDB-এর ক্ষেত্রে Reg BPDB 12345678
১২৩৪৫৬৭৮ একটি নমুনা অ্যাকাউন্ট নম্বর। গ্রাহক যে ইউটিলিটি কোম্পানির বিল দিতে ইচ্ছুক, তাকে সেই কোম্পানির ইউটিলিটি অ্যাকাউন্ট নম্বর লিখতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে প্রাপ্ত পিন নম্বর পরিবর্তন করে নেওয়া উচিত এবং প্রয়োজনমতো টাকা রিফিল করে গ্রাহক তার মোবাইলেরে  মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।
পরবর্তী সময় গ্রাহক *৭৭৭# ডায়াল করে একটি পাওয়ার মেনুর মাধ্যমে বিল পরিশোধ করতে পারবে।
গ্রাহকরা এই সার্ভিসের মাধ্যমে BPDP, DESCO, CWASA, বাংলালিংক ওয়েস্টজোন (খুলনার ১,২,৩ ও ৪ নাম্বার জোন) এর বিল পরিশোধ করতে পারবেন।

সার্ভিস চার্জঃ

১)৪০০ টাকা পর্যন্ত ৫ টাকা
২) ৪০১ থেকে ১৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা
৩) ১৫০১ থেকে ৫০০০ টাকা পর্যন্ত ১৫ টাকা
৪) ৫০০০ টাকার উপরে ২৫ টাকা।

ইন্টারনেট ব্যাংকের মাধ্যমে বিল প্রদানঃ

বর্তমানে সব ব্যাংকই ইন্টারনেট ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। এই সেবা ভোগ করতে প্রথমেই যে ব্যাংকের সেবা ভোগ করতে ইচ্ছুক সেই ব্যাংকে একটি একাউন্ট থাকতে হবে। তারপর ওই ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে iBanking এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর একটি আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে।
বাংলাদেশের সব ব্যাংক এই সুবিধা প্রদান করে না। তবে সনামধন্য ব্যাংক গুলো এই সুবিধা দিয়ে থাকে।কিছু iBanking লিঙ্ক
Islami Bank Bangladesh Limited – https://ibblportal.islamibankbd.com/indexLogin.do
Southeast Bank Limited – https://ibanking.southeastbank.com.bd/ibankUltimus/LoginUI.aspx
Dutch Bangla Bank Limited – https://ecom1.dutchbanglabank.com/2FAregistration/

   
   

0 responses on "অনলাইনে গ্যাস বিদ্যুৎ ও পানি বিল পরিশোধ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved