📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

(১৭/০২/২০১৬)আজ প্রথম আলোর সম্পাদকীয়

সবার উদ্বেগ বিবেচনায় নেওয়া হোক
Consider the everyone’s Concern

সুন্দরবনের বিপর্যয় অনিবার্য?
Is essential Sundoran Hazards?
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ঝুঁকির সম্মুখীন আমাদের এই প্রিয় পৃথিবীর বিরলতম প্রাকৃতিক ঐতিহ্যগুলোর অন্যতম সুন্দরবন।
Sundorban is one of the rare natural heritage in our favorite beautiful world is face the risks by the increasing of the global warm.
বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনাঞ্চল জাতিসংঘের আন্তর্জাতিক কনভেনশন ‘রামসার’ কর্তৃক স্বীকৃত.
The largest mangrove forest in the world is recognised by the international Ramsar Convention of UN.
এর বেশ কিছু অংশ ইউনেসকোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ হিসেবে ঘোষণা করেছে।
UNESCO has declared some of it as a world heritage .
কিন্তু মানুষের নানা ধরনের কর্মকাণ্ডের ফলে সুন্দরবনের পরিধি ক্রমেই সংকুচিত হয়ে চলেছে।
But The area of Sundorban has been decreased gradually by the different kind of Human activities .
উপরন্তু সম্প্রতি এর কাছাকাছি রামপাল এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের যে উদ্যোগ শুরু হয়েছে, তা সুন্দরবনের বিপর্যয়ের আশঙ্কা অনেক বাড়িয়ে দিয়েছে।
Moreover ,The Recent Initiative to set up a coal based Power Plant at Rampal near by Sundorban , has increased more fear to Destroy it .
সরকারের নীতিনির্ধারকদের দূরদর্শিতার অভাব প্রতীয়মান হচ্ছে।
It is indicating to the lacking of farsightness of Govt.’s Policy makers.
.কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সরকারের কাছে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয়তা যতটা গুরুত্ব পাচ্ছে, সুন্দরবনের সুরক্ষা ততটা নয়।
But it is sorry to Say that, The Govt is not showing their interest as to protect the Sundorban as the importancy to increase the power generation .
রামপালে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্র চালু হলে সুন্দরবনের ইকোসিস্টেমে বহুমুখী নেতিবাচক প্রভাব পড়বে—এমন উদ্বেগ প্রকাশ করা হচ্ছে বিশেষজ্ঞ, পরিবেশবাদী আন্দোলনের কর্মীসহ নাগরিক সমাজের বিভিন্ন স্তরে।
Experts, Environment activists and civil societis are expressing their Concern that If the Rampal Power Project is on ,the multiface negative effect will affect on the Sundorban’s Ecosystym.
রামসার ও ইউনেসকো ২০১২ সালে বাংলাদেশ সরকারকে তাদের উদ্বেগ জানিয়েছে।
In 2012, RAMSER and UNESCO has expressed their concern to the Govt. of Bangladesh.

রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প কর্তৃৃপক্ষ যে ‘পরিবেশগত প্রভাব সমীক্ষা’ (ইআইএ) প্রতিবেদন দিয়েছে, সেটার অনেক ত্রুটি ও ঘাটতি চিহ্নিত করেছে ইউনেসকো।
UNESCO has marked the Flaws and lackings of the Environment Impact Assessment (EIA) which published by the authority of the Rampal Power Plant .
রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতিকর হবে—এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
There is no doubt that Sundorban will be destroyed if the Rampal Power Plant is on there.
ভারতে সুন্দরবন এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরেও এ ধরনের প্রকল্প পরিবেশ কর্তৃপক্ষের ছাড়পত্র পায়নি।
In India , Such project of 27 km nearby Sundorban has not been allowed by the Environment Department.
অথচ বাংলাদেশে সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরের রামপালে অনুমোদন দেওয়া হয়েছে।
But In Bangladesh , same project has been allowed at Rampal, which is only 14km far from Sundarban .
সুন্দরবন নিয়ে উদ্বেগ-আশঙ্কা আমলে নেওয়া হচ্ছে না।
There has been no tension about Sundorban .
বরং উল্টো বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ এমন প্রচারণা চালাচ্ছে যে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র একটি পরিবেশবান্ধব প্রকল্প’।
Rather Than, the Power and Fuel division is publiciting that the Rampal Power Plant is environment friendly project .
এখানে রামপাল বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সুন্দরবনের জন্য বিশেষজ্ঞ মহল ও নাগরিক সমাজে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সেটা শুধু দেশ-জাতির এই মুহূর্তের স্বার্থের বিবেচনাপ্রসূত নয়; এই আন্তরিক উদ্বেগ আগামী প্রজন্মের জন্য, ভবিষ্যতের বাংলাদেশের জন্য, এমনকি ভবিষ্যতের পৃথিবীর জন্য।
Here in Bangladesh,The experts and civil society’s concern is looping for Sondorban regarding Rampal Power Plant , is not only for the present interest of the nation and the country; is a cordial concern for the next generation, for the future of Bangladesh , Morever, for the future world.
.
আমরা মনে করি, বিদ্যুৎ উৎপাদন বা অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সুন্দরবনের ধ্বংসসাধন অনিবার্য নয়।
.We hope that , It is not essential to carry on the power generation and other development activities by destroying the Sundorban.
নাগরিক সমাজের উদ্বেগ ও বিশেষজ্ঞদের পরামর্শ বিবেচনায় নেওয়া হোক।
Civil society’s concern and expert’s advices Should be Considered .

   
   

0 responses on "(১৭/০২/২০১৬)আজ প্রথম আলোর সম্পাদকীয়"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved