১১৮৭ জন প্রধান শিক্ষক হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের

১১৮৭ জন প্রধান শিক্ষক হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক চলতি দায়িত্বে তিন জেলায় ১১৮৭ জন সহকারী শিক্ষককে পদোন্নতি দেয়া হচ্ছে। ইতোমধ্যে তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মাগুরা ও যশোর জেলায় প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী সপ্তাহে কুমিল্লা, নোয়াখালী ও গোপালগঞ্জ জেলার তালিকা প্রকাশ করা হবে। গত সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বর্তমানে তা যাচাই বাছাই চলছে।

জানা গেছে, তিন জেলার মধ্যে কুমিল্লা জেলার ১৬টি উপজেলায় ৬২৮ জন, নোয়াখালী জেলার ৯টি উপজেলায় ৩৬৮ জন এবং গোপালগঞ্জের পাঁচটি উপজেলায় ১৯১ জন শিক্ষকের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী সপ্তাহে এ সংক্রান্ত আদেশ জারির প্রস্তুতি চলছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত আদেশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। তালিকাভুক্ত শিক্ষকদের পদোন্নতি দিতে সেটি স্ব স্ব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হবে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে কুমিল্লা, নোয়াখালী ও গোপালগঞ্জ জেলার তালিকাভুক্ত শিক্ষকদের প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হবে। আগামী সপ্তাহে এই তিন জেলার তালিকাভুক্ত শিক্ষকদের আদেশ জারি করা হবে।

তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশনের তালিকা পেলে সেখানেও প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হবে।

তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। অন্যান্য জেলা থেকে শিক্ষকদের গ্রেডেশনের তালিকা পেলে সেখানেও প্রধান শিক্ষকের শূন্য পদে সহকারী শিক্ষকদের চলতি দায়িত্বে বসানো হবে।

 

আরো পড়ুনঃ

১১ মে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

৫ পরীক্ষার্থীকে বহিষ্কার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline