স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2386
23851. পৃথিবীতে কিছু পরিমাণ ধনাত্মক আধান যোগ করলে কী ঘটবে?
- ধনাত্মক আধান প্রাপ্ত হবে
- ঋণাত্মক আধান প্রাপ্ত হবে
- আধান স্থির থাকবে
- আধান নিরপেক্ষ থাকবে
23852. পরিবাহী পদার্থ-
- কাগজ
- ধাতু
- মানবদেহ
B,C
23853. আধান কীসের মৌলিক ধর্ম?
- ইলেকট্রনের
- প্রোটনের
- ইলেকট্রন ও প্রোটনের
- ইলেকট্রন ও নিউট্রনের
23854. মানবদেহে বহনযোগ্য প্রোটনের সংখ্যা কয়টি?
- 1027
- 1028
- 1020
- 1019
23855. A ও B দুটি আধানের মধ্যবর্তী স্থানে নিরপেক্ষ বিন্দু সৃষ্টি হলে-
- A ধনাত্মক
- B ঋণাত্মকA ও B ধনাত্মক
- A ও B এর মান সমান
B,C
23856. ফুলানো বেলুনকে জামার সাথে ঘষে দেয়ালের সাথে একটু চেপে ধরলে দেখা যায় বেলুনটি দেয়ালে আটকে থাকে কারণ-
- বেলুনে সৃষ্ট ঋণাত্মক আধান দেয়ালে আবেশ সৃষ্টি করে
- দেয়ালে আষ্টি ঋণাত্মক আধান বেলুনকে আকর্ষণ করে
- দেয়ালে আবিষ্ট ধনাত্মক বেলুনকে আকর্ষণ করে
A,C
23857. নিচের কোন সম্পর্কটি সঠিক?
- q=F/E
- W=V/q
- V=W/q
A,C
23858. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী বল কত হবে?
- এক-চতুর্থাংশ
- অর্ধেক
- দ্বিগুণ
- চারগুণ
23859. পাত্রগুলোতে আধান জমা হবে কীসের উপর নির্ভর করে?
- ধারকত্বের
- রোধের
- ভোল্টেজের
- ভরের
23860. ধারকত্ব বজায় রাখার জন্য উদ্ভাবিত যান্ত্রিক কৌশলকে কী বলে?
- ধারক
- ভেনারেটর
- মোটর
- ট্রান্সফরমার
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্থিরতড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2386"