📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

সিপিএ মার্কেটিং কি?

সিপিএ মার্কেটিং হল বিভিন্ন পণ্যের এডভারটাইজমেন্ট করার পাশাপাশি আরও ছোট বিভিন্ন কাজ করা।সিপিএ সাধারনত অ্যাফিলিয়েট মার্কেটিং  যার মাধ্যমে যেকোন ব্যক্তি পণ্যের এডভারটাইজমেন্ট করতে পারে সাথে ইমেইল সাবমিট,জিপ কোড সাবমিট,জরিপ,বিভিন্ন ডাউনলোড ইত্যাদি কাজের মাধ্যমে ইনকাম করতে পারেন। সিপিএ মার্কেটিং এর ফুল ফরম হচ্ছে “কস্ট পার অ্যাকশন”। এটি একটি অনলাইন মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি ধরণ বলা যায়। একটি কোম্পানির গ্রোথ হয়ে থাকে মার্কেটার বা পাবলিশারের মাধ্যমে এবং প্রতিটি প্রোডাক্ট বা সার্ভিস পাবলিশ করার জন্য কোম্পানি থেকে মার্কেটার বা পাবলিশারকে পেমেন্ট করা হয়।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

সিপিএ মার্কেটাররা কেন কিছু সেল না করেই টাকা পায়-

সিপিএ মার্কেটারদের প্রথম প্রশ্ন,কাস্টমার যদি কোনো কিছু না কিনে থাকে, তাহলে সিপিএ মার্কেটারদের পে করা হয় কেন?

কোনো কিছু বিক্রি করার জন্য সিপিএ মার্কেটারদের পে করা হয় না।  সিপিএ মার্কেটাররা তাদের অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নতুন নতুন কাস্টমারকে নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যায়। বিজনেসের ক্ষেত্রেই নতুন কাস্টমারদের প্রয়োজন হয়।

সিপিএ মার্কেটাররা ভবিষ্যতের জন্য সম্ভাব্য ক্রেতাদের কানেক্ট করে থাকেন। আর এইজন্যই সিপিএ মার্কেটারদের পে করা হয়।

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

নতুনদের জন্য সিপিএ মার্কেটিং-

উপযুক্ত স্থান বেছে নিন-

আপনাকে সিপিএ মার্কেটিং শুরু করার আগে প্রথমেই একটি উপযুক্ত স্থান বেছে নির্বাচন করে নিতে হবে। আপনার উচিৎ সিপিএ মার্কেটিং এর ভালো স্থানগুলো সম্পর্কে রিসার্চ করে তারপর যে স্থানটি আপনার কাছে সহজ মনে হবে সেটি ফলো করা। আপনাকে অবশ্যই এই বিষয়ে ধারণা নিতে হবে। আপনি চাইলে এই সাইটগুলোতে ভিজিট করতে পারেন, ‘Affplus.com; ‘Odigger.com; এবং ‘OfferVault.com’।

সিপিএ নেটওয়ার্কে সাইন আপ করা-

সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রেও আপনাকে এফিলিয়েট বা পাবলিশারের মতোই অ্যাপ্লিকেশন ফরম ফিল আপ করতে হবে। ভাল কিছু সিপিএ নেটওয়ার্ক এবং মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা নিতে হবে। চাইলে আপনি ‘AffPaying.com’ এই সাইটে ভিজিট করতে পারেন। এটি এফিলিয়েট নেটওয়ার্ক রিভিউ সাইট। এই সাইট আপনাকে এফিলিয়েট নেটওয়ার্ক, পেমেন্ট ম্যাথড বা রেফারেল কমিশন সম্পর্কে অনেক ধারণা দিয়ে থাকবে। আপনি চাইলে শুধু সিপিএ নেটওয়ার্ক সম্পর্কেও সার্চ করতে পারেন।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

আবার আপনি চাইলে ‘oDigger.com’ এই সাইটও ব্যবহার করতে পারেন, এখানেও অনেক রিভিও পাবেন সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে। আপনি যখন নেটওয়ার্ক রিভিও সম্পর্কে জানতে পারবেন, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটিতে আপনার জয়েন করা উচিত।

স্থায়িত্বের ও নির্ভরযোগ্যতা বিচারে ক্যারিয়ার হিসেবে সিপিএ-

রেকুটেন মার্কেটিং (Rakuten Marketing)এর করা এ বছরে এক পরিসংখ্যানে দেখা যায় ৯০% বিজ্ঞাপনদাতাদের এফিলিয়েট মার্কেটিং বিশেষ করে সিপিএ তাদের সকল মার্কেটিং সফলতার শীর্ষে। বাৎসরিক ২০% রেভিনিউ তারা পায় সিপিএ মার্কেটারদের কাছ থেকে। ১৯৫ বিলিয়ন ডলারের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির ৬.৮ বিলিয়ন ডলারই সিপিএ মার্কেটিংয়ের দখলে। বড় কোম্পানিগুলো তাদের মার্কেটিং এর ১০% বাজেট এফিলিয়েট এবং সিপিএর জন্য বরাদ্দ রাখে। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায় যে, নির্ভরযোগ্যতা ও স্থায়িত্বের বিচারে ক্যারিয়ার হিসেবে সিপিএ অবশ্যই ভালো এবং বর্তমান প্রেক্ষাপটে সিপিএ মার্কেটিং অনেক সম্ভাবনাময়ী একটি পেশা। তবে সেটা অবশ্যই সঠিক উপায়ে করতে হবে ।

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

অনেকেই না জেনে না বুঝে ভুল পদ্ধতিতে মার্কেটিং অফার প্রমোট করেন। যার জন্য অনেকের অ্যাকাউন্ট হারাতে হয়। সাধারাণত কোম্পানিগুলো একটি নির্দিষ্ট সময়ের জন্যে অফারগুলো দিয়ে থাকে। সে ক্ষেত্রে যে সকল মার্কেটার শর্ট কাট খুঁজে এবং বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করে বেড়ায় (স্পামিং) সে বিপদে পড়বে। কারণ অফার শেষ হয়ে যাওয়ার  সাথে সাথে ওই সব লিংক অকার্যকর হয়ে যায়। তাই দীর্ঘমেয়াদি আয় পেতে মার্কেটারদের উচিত যে বিষয়ে কাজ করবে সে বিষয়ের উপর একটা ওয়েবসাইট খুলে সেখানে ওই বিষয়ের সুবিধাগুলো তুলে ধরে লেখার মধ্যে এফিলিয়েট লিংক দিয়ে দেয়া। যে লিংকটি দিবেন তার অফার যদি শেষ হয়ে গেলে ওটা সরিয়ে ওই বিষয়ক অন্য অফারের লিংক যোগ করে দিবেন। এই পদ্ধতিতে আপনি স্থায়ী ইনকামের ব্যবস্থা করতে পারবেন।

সিপিএ মার্কেটিং ক্যারিয়ার গড়তে অত্যাবশ্যকীয় বিষয়-

বর্তমান সময়ে অনলাইনে ক্যারিয়ার গড়ার সাইট আছে। মানুষ এখন অনলাইনে কাজ করে ক্যারিয়ার গড়ে তুলছে। অনলাইনে ক্যারিয়ার গড়ার অন্যতম একটি মাধ্যম হল সিপিএ মার্কেটিং। যার ফুল মিনিং দাঁড়ায় Cost Per Action, এর মাধ্যমে কাজ করে প্রতি মাসে প্রচুর ইনকাম করা যায়।  এই কাজকে অনেকেই অপ্রয়োজনীয় মনে করে, কিন্তু জানে না এটি কিভাবে কাজ করে এবং কাজের ফল কেমন আসে।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

সিপিএ মার্কেটিং যখন আপনি করবেন,তখন একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে, এবং আপনি তার মাধ্যমে উপার্জন করতে পারবেন। সিপিএ মার্কেটিং এ অনলাইনে বিনিয়োগের জন্য খুব কম টাকা দিতে হতে হয় কিন্তু দ্রুত নগদ অর্থ উপার্জন করার পক্ষে সবচেয়ে সহজ উপায়।

তার জন্য আপনাকে প্রথম পিয়ারফ্লিতে(Peerfly)আবেদন করতে হবে,এই সাইটটি সকল নেটওয়ার্কগুলির মতো ভাল প্রস্তাব দেয় এবং তারা বছরের মধ্যে শীর্ষস্থানীয় নেটওয়ার্কগুলির মধ্যে একটি হয়ে উঠেছে।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

কোথায় শিখবেন সিপিএ(CPA) মার্কেটিং-

বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না।  এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত  অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

সিপিএ(CPA) মার্কেটিং এর বিশেষ সুবিধা-

  • লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
  • লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
  • প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
  • প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
  • এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
  • কোর্স শেষে সার্টিফিকেট
  • লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।

 

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?

   
   

0 responses on "সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved