📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আপনি যখন কোন সিপিএ নেটওয়ার্ক সাইটে এপ্রোভাল পাবেন তখন সেই সাইটে লগিন করলে আপনার ড্যাশবোর্ড পাবেন।সেখানে অনেক অফার আছে।আপনি আপনার ইচ্ছা মত যে কোন অফার নিয়ে কাজ করতে পারবেন।সেই অফারে আপনার লিংকটি পাবেন। তবে এটা মাথায় রাখতে হবে যে, অফার টি সবচেয়ে ভালো বুঝেন । ভালো ভাবে উপস্থাপন করতে পারবেন।আর্টিকেল পারবেন সেই অফার নিয়েই কাজ করতে পারেন।অফার বিভিন্নভাবে প্রমোট করা যায়। সেই অফারের লিংকটিই আপনি প্রমোট করবেন।

 Paid method, Free method, Email marketing ইত্যাদি পদ্ধতিতে অফার প্রমোট করতে পারবেন। সবচেয়ে লাভজনক পেইডমেথড। তবে ফ্রী মেথড এ কাজ করা ভাল নতুনদের জন্য ভাল।

Paid method: Facebook paid ads, 7seach, Bing Adwords, Google Adwords এগুলো থেকে ভাল সাফল্য পাওয়া সম্ভব।

Freemethod: আর্টিকেল মার্কেটিং, ইউটিউব ভিডিও মার্কেটিং, ব্লগ টিউমেন্টটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং যেমন- ফেসবুক,টুইটার পিন্টারেস্ট ইত্যাদি।

সংক্ষেপে ইউটিউব ভিডিও মার্কেটিং বর্তমান সময়ে ইউটিউব ভিডিও মার্কেটিং খুবই জনপ্রিয়। আপনার অফার রিলেটেড ভিডিওবানান, ইউটিউবে চ্যানেল তৈরি কর, সেখানে ভিডিওটি আপলোড কর, ভালো একটি টা্ইটেল দিন, ডিস্ক্রিপশন লিখুন এবং সেখানে আপনার অফারের লিংক দিন। এরপর আপনার ভিডিওটি বিভিন্ন জায়গায় শেয়ার কর। তবে ইউটিউব এর ডিফল্ট শেয়ার গুলোইযথেষ্ট বলে আমি মনে করি। ইউটিউব এবং অন্যান্য ফ্রি ট্রাফিক নিয়ে একটু পড়াশোনা কর।

Email marketing: ইমেইল মার্কেটিং সিপিএ মার্কেটিং এর জন্য অন্যতম একটি ট্রাফিক সোর্স। সবচেয়ে ভাল হয় যারা Craigslistথেকে ইমেইল Collection করতে পারবেন। আমার দেখা Craigslist মার্কেটাররা দিনে ২০০-৫০০ ডলার ইনকাম করে সিপিএ মার্কেটিংথেকে শুধু ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

সিপিএ মার্কেটিং এর কয়েকটি অফার-

Pay per download: এ ধরনের অফার গুলো হয় সফটওয়ার ডাউনলোড,গেম ডাউনলোড ইত্যাদি।

Pay per lead :এ ধরনের অফার গুলো হয় সাইন আপ,ইমেইল সাবমিট ইত্যাদি।

Pay per sale :এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্‌থ, ইনসিওরেন্স ইত্যাদি।

এছারা আরও বিভিন্ন অফার রয়েছে। যেমন: Financial,Casual Dating,Health and Beauty,Gaming,PIN Submit,Survey,Mobile App,Travel,Ecommerce ইত্যাদি।

ওয়ার্ল্ড এ প্রায় ৫০০ এর উপর সিপিএ মার্কেটপ্লেস রয়েছে। ওয়ার্ল্ড এর মরধ্যে সবচেয়ে বড় সিপিএ নেটওয়ার্ক গুলো হল Maxbounty,Peerfly,Neverblue,affiliaxe,A4D,Clickbooth,Clickdealer ইত্যাদি। এগুলোর Action রেট অনেক বেশি এবং অ্যাকাউন্ট পাওয়াও অনেক কঠিন।তাই আমি বলব নতুন রা এসব নেটওয়ার্ক এ কাজ না করাই ভাল। এরা নরমাল মার্কেটার দের নিয়ে কাজ করে না।তাই এক্সপার্ট হয়ে এগুলা তে অ্যাপ্লাই করলে সহজে আপ্প্রুভ পাওয়া যায়।

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

অফার সিলেক্ট এর ক্ষেত্রে যেই বিষয়গুলো দেখে নিতে হবেঃ

1. অফার পেজটা যেন ডিজাইন এর দিক থেকে ভালো হয়

2. অফার পেজ মোবাইলে সঠিকভাবে লোড হয় কিনা।

3. প্রতি লিডে অন্তত ২-৫ ডলার কমিশন দিচ্ছে কিনা

4. খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে EPC (আরনিং পার ক্লিক)

5. কোন কোন ট্রাফিক সোর্স অফারে অ্যালাউ করছে

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে তা হলো-

 

  1. আপনি কি ধরণের অফার নিয়ে কাজ করতে ইচ্ছুক?
  2. আপনি কোন কোন দেশের মানুষের কাছে আপনার অফারগুলো পৌঁছাতে চাচ্ছেন?
  3. আপনি যে অফারগুলো নিয়ে কাজ করবেন সেগুলো কি সব বয়সের মানুষের জন্য নাকি নির্দিষ্ট একটা বয়সের মানুষের জন্য?
  4. আপনার অফারগুলো কি ছেলে-মেয়ে উভয়ের জন্য?

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

ফেসবুকের মাধ্যমে কীভাবে সিপিএ অফার প্রমোট করবেন?

ফেসবুক গ্রুপের মাধ্যমে

ফেসবুক পেজের মাধ্যমে

ফেসবুক অ্যাকাউন্ট করার মাধ্যমে

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

আজকে আমরা ফেসবুক মার্কেটিং এর ফ্রি মেথড নিয়ে আলোচনা করব । এখন আমরা দেখব ফেসবুকের মাধ্যমে সিপিএ অফার গুলা কিভাবে প্রমোট করা যায়। গ্রুপের মাধ্যমে, পেজের মাধ্যমে এবং আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে প্রমোট করতে পারেন। গ্রুপে আপনার অফার রিলেটেড গ্রুপগুলো সার্চ করে ওপেন করি। এখানে আপনি জয়েন রিকুয়েস্ট পাঠিয়ে আপনার অফার রিলেটেড বিষয় নিয়ে পোস্ট করবেন। তবে সরাসরি আপনার অফার পেজের লিঙ্কগুলো প্রমোট করবেন না। এখান থেকেই আপনি আপনার টার্গেট কাস্টমার খুজবেন। এবং যারা আপনার অফারের প্রতি আগ্রহী তাদেরকে নক করতে পারেন। অথবা তাদের প্রোফাইল থেকে more এ গিয়ে তারা যেসব পেজে যুক্ত এবং রেস্পন্স করে , সেইসব অফার রিলেটেড পোস্ট করবেন। তখন সে আপনাকে নক করবে। এক্ষেত্রে যদি আপনার নিজস্ব ওয়েবসাইট এবং পেইড ব্লগ থাকে তখন তারা আপনাকে গুরুত্ব দিবে। এভাবেই আপনি আপনার টার্গেট Event এর মাধ্যমেও কাস্টমার খুজে পেতে পারেন। পোস্ট সবাই করছে এক্ষেত্রে আপনি কতটুকু সুন্দরভাবে এবং প্রোফেশোনালি করতে পারছেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ  বিষয়।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

কোথায় শিখবেন সিপিএ(CPA) মার্কেটিং-

বর্তমানে সিপিএ মার্কেটিং শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি সিপিএ কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না।  এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে সিপিএ কোর্সটি করতে পারেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি কোর্স সম্পর্কিত  অন্যান্য সকল সুবিধাসমূহ পাবেন।

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

ইশিখনে সিপিএ(CPA) মার্কেটিং এর বিশেষ সুবিধা-

আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?

  • লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
  • লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
  • প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক) প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
  • প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট।
  • এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
  • কোর্স শেষে সার্টিফিকেট
  • লাইভ ক্লাস সমুহের ডিভিডি ।

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?

আরো দেখুন:নতুনদের জন্য সিপিএ মার্কেটিং

আরো দেখুন:সিপিএ মার্কেটিং এ কিভাবে আয় করবেন?

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ে সহজেই ক্যারিয়ার গড়া সম্ভব

আরো দেখুন:সিপিএ মার্কেটিং কেন শিখবেন ?

আরো দেখুন:সিপিএ মার্কেটিং শিখুন

আরো দেখুন:সিপিএ মার্কেটিংয়ের পূর্ণাঙ্গ গাইডলাইন

আরো দেখুন:সিপিএ (CPA) মার্কেটিং কি?

   
   

3 responses on "সিপিএ মার্কেটিং এ কিভাবে অফার প্রমোট করবেন?"

  1. স্যার আপনি কি ডিভিডি নিতে চাচ্ছেন নাকি লাইভ কোর্স করবেন?

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved