🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৭০

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৭০

 

  • প্রশ্ন:  বাংলাদেশের কোথায় সর্ববৃহৎ চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে?
    উত্তর:  নওগাঁয় 
     

     

    নিদের্শনা: নওগাঁয় দেশের সবচেয়ে বড় চুনাপাথরের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। নওগাঁয় জেলার বদলগাছি উপজেলার তাজপুরে ভূতত্ত্ব অধিদপ্তর এই খনি আবিষ্কার করেছে।

  • প্রশ্ন:  বাংলাদেশের কোন কয়লাখনিতে আহরণযোগ্য গ্যাস আর নেই?
    উত্তর:  জামালগঞ্জ 
     

     

    নিদের্শনা: জামালগঞ্জ কয়লাখনি এখন পর্যন্ত আবিষ্কৃত দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে বেশি গভীর, আর এই খনিতেই আহরণযোগ্য গ্যাস নেই। খনিটিতে দুটি অনুসন্ধান কূপ খননের ফল বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিশেষজ্ঞরা।

  • প্রশ্ন:  OPEC শীর্ষ সম্মেলন-2016, কোথায় অনুষ্ঠিত হয়?
    উত্তর:  কাতারে 
     

     

    নিদের্শনা: OPEC=Organization of the Petroleum Exporting Countries. বর্তমানে ওপেকের সদস্য ১৩টি দেশ – ইন্দোনেশিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, ইরাক, ইরান, ইকুয়েডর, ইউএই, কাতার, কুয়েত, নাইজেরিয়া, ভেনিজুয়েলা, লিবিয়া, সৌদি আরব।

  • প্রশ্ন:  ফাউন্ডারস অ্যাওয়ার্ড-২০১৬ পেয়েছেন কে?
    উত্তর:  মাদার তেরেসা 
     

     

    নিদের্শনা: যুক্তরাজ্যের সম্মানজনক মরণোত্তর ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ (Founders Award) পেলেন কলকাতার মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা মানবতাবাদী মাদার তেরেসা। তার পক্ষে গত ৮ এপ্রিল পুরস্কার গ্রহণ করেন তার একমাত্র জীবিত আত্মীয় নাতনি আজি বোজাজিয়ু (৭২)।

  • প্রশ্ন:  পিএসসির নতুন চেয়ারম্যান-
    উত্তর:  মোহাম্মদ সাদিক 
     

     

    নিদের্শনা: বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ সাদিক। অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত অবস্থায় মোহাম্মদ সাদিক ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসির সদস্য হিসেবে নিয়োগ পান।বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ সাদিক নির্বাচন কমিশন, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

  • প্রশ্ন:  ইউএনডিপির আঞ্চলিক মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে কর্মক্ষম জনসংখ্যা-
    উত্তর:  ৬৬ শতাংশ 
     

     

    নিদের্শনা: ইউএনডিপির আঞ্চলিক মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ এখন তরুণদের দেশ। দেশের ৪৯ শতাংশ মানুষের বয়স ২৪ বছর বা তার নিচে। বাংলাদেশে কর্মক্ষম মানুষ আছে ১০ কোটি ৫৬ লাখ, এটি মোট জনসংখ্যার ৬৬%।

  • প্রশ্ন:  লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬, বর্ষসেরা ক্রীড়াবিদ (নারী)-
    উত্তর:  সেরেনা উইলিয়ামস 
     

     

    নিদের্শনা: যুক্তরাজ্যের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ২০১৬ সালের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। সেরেনা এর আগে ২০০৩ ও ২০১০ সালে এই পুরস্কার জিতেছিলেন। (Laureus Sports Award) খেলাধুলার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার। এই পুরষ্কার স্পোর্টস অস্কার নামে পরিচিত।

  • প্রশ্ন:  লরিয়াস অ্যাওয়ার্ড-২০১৬, বর্ষসেরা ক্রীড়াবিদ (পুরুষ)-
    উত্তর:  নোভাক জোকোভিচ 
     

     

    নিদের্শনা: সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ ২০১৬ সালের বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন। বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জেতেন যুক্তরাজ্যের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। সেরেনা এর আগে ২০০৩ ও ২০১০ সালে এই পুরস্কার জিতেছিলেন। আর জোকোভিচ জিতেছিলেন ২০১২ ও ২০১৫ সালে। (Laureus Sports Award) খেলাধুলার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার। এই পুরষ্কার স্পোর্টস অস্কার নামে পরিচিত।

  • প্রশ্ন:  জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের-
    উত্তর:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা 
     

     

    নিদের্শনা: জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ প্যানেল ঘোষণা করেন (২১.০৪.২০১৬)। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-৬ বাস্তবায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ প্যানেল গঠন করা হয়েছে। এসডিজি-৬-এর মূল লক্ষ্য হচ্ছে, সবার জন্য পানি ও স্যানিটেশন সুবিধা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

  • প্রশ্ন:  বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০১৬, শীর্ষে কোন দেশ?
    উত্তর:  ফিনল্যান্ড 
     

     

    নিদের্শনা: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে (2016 World Press Freedom Index) বাংলাদেশের অবস্থান ১৪৪তম। ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক করা হয়।  সূচকে সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৭০"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved