- প্রশ্ন: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০১৬, বাংলাদেশের অবস্থান-
উত্তর: ১৪৪তমনিদের্শনা: বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে (2016 World Press Freedom Index) বাংলাদেশের অবস্থান ১৪৪তম। ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক করা হয়। সূচকে সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া।
- প্রশ্ন: ওআইসি’র (Organisation of Islamic Cooperation) ১৩তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ইস্তাম্বুলেনিদের্শনা: ইসলামি সহযোগিতা সংগঠন বা ওআইসি’র (Organisation of Islamic Cooperation) ১৩তম শীর্ষ সম্মেলন ১৫/০৪/২০১৬ তারিখে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়। মুসলিম বিশ্বে জনগণের স্বার্থ রক্ষা, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ইসলামি সহযোগিতা সংগঠন বা ওআইসি। তিন বছর পরপর এ সংস্থার শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওআইসির সদস্য সংখ্যা ৫৭টি।
- প্রশ্ন: সম্প্রতি ইকুয়েডরে কত মাত্রার ভূমিকম্প হয়?
উত্তর: ৭.৮ মাত্রারনিদের্শনা: সম্প্রতি ইকুয়েডরে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭২ জন নিহত হয়েছে। জরুরী অবস্থা জারি করা হয়েছিল ছয়টি প্রদেশে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর মুইসেন থেকে ২৭ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠ থেকে ১৯ কিলোমিটার গভীরে।
- প্রশ্ন: লোহিত সাগরে সেতু তৈরি করবে কোন দুইটি দেশ?
উত্তর: সৌদি-মিসরনিদের্শনা: লোহিত সাগরের সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। সৌদি আরব ও মিসরের মধ্যে সংযোগ ঘটাতেই এ সেতু নির্মাণ করা হবে। সৌদির বাদশাহ সালমান এ ঘোষণা দেন। ২০ মাইল দীর্ঘ সেতুটির নাম হবে ‘কিং সালমান বিন আবদেল আজিজ সেতু’। দুই দশক ধরে আলোচনার পর এ সেতু নির্মাণের ঘোষণা দেওয়া হলো।
- প্রশ্ন: IMF ও World Bank এর বর্তমান সদস্য-
উত্তর: ১৮৯নিদের্শনা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (INTERNATIONAL MONETARY FUND: IMF) এবং বিশ্বব্যাংকের ১৮৯তম সদস্য হয়েছে নাউরু প্রজাতন্ত্র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নাউরু। আইএমএফে যোগদানের ফলে নাউরু আর্থিক সমর্থন, প্রযুক্তিগত সহায়তা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা পাবে।
- প্রশ্ন: IMF ও World Bank এর ১৮৯তম সদস্য দেশ-
উত্তর: নাউরু প্রজাতন্ত্রনিদের্শনা: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (INTERNATIONAL MONETARY FUND: IMF) এবং বিশ্বব্যাংকের ১৮৯তম সদস্য হয়েছে নাউরু প্রজাতন্ত্র। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় একটি ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র নাউরু। আইএমএফে যোগদানের ফলে নাউরু আর্থিক সমর্থন, প্রযুক্তিগত সহায়তা, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা পাবে।
- প্রশ্ন: বিশ্বব্যাংকের মতে বাংলাদেশের (২০১৫-২০১৬) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে-
উত্তর: ৬.৩%নিদের্শনা: চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (GDP) প্রবৃদ্ধি ৬.৩ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। আর সম্প্রতি সরকারের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, সাময়িক হিসাবে চলতি অর্থবছর শেষে জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৭.০৫ শতাংশ।
- প্রশ্ন: প্রথম কোনো মার্কিন মন্ত্রী হিসেবে হিরোশিমায় সফর করেন কে?
উত্তর: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিনিদের্শনা: ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র আণবিক বোমা ফেলে জাপানের শহরটিকে ধ্বংস করার পর জন কেরিই সর্বোচ্চ কোনো মার্কিন নেতা যিনি প্রথমবার হিরোশিমা সফর করলেন।
- প্রশ্ন: বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর ফজলে কবির কত তারিখে নিযুক্ত হন?
উত্তর: ২০ মার্চ, ২০১৬নিদের্শনা: ২০ মার্চ, ২০১৬ তারিখে জনাব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের ১১তম গভর্নর হিসেবে নিযুক্ত হন।
- প্রশ্ন: সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন?
উত্তর: আইসল্যান্ডেরনিদের্শনা: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী (সিগমুন্ডুর ডেভিড গুনলাগসন) ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন। সে দেশের এখন নতুন প্রধানমন্ত্রী (সিগুইডুর ইঙ্গি জোহানসন)।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৬৯"