🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৪৬

  • প্রশ্ন:  বাংলাদেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার ল্যাব কোথায় অবস্থিত?
    উত্তর:  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 
     

     

    নিদের্শনা: সফটওয়্যার যাচাই ও গুণগত মান পরীক্ষায় দেশে প্রথমবারের মতো বিশেষায়িত কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। বিশ্বে রপ্তানিযোগ্য বাংলাদেশের সফটওয়্যার পণ্যের সঠিক গুণগত মান নিশ্চিত করা এবং এই খাতে মানবসম্পদ তৈরিতে এই বিশেষায়িত ল্যাব প্রতিষ্ঠা করা হলো। বিশ্ববিদ্যালয়টির ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে ‘সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি অ্যাস্যুরেন্স ল্যাব’rsquo; নামের এই গবেষণাগারের জন্য ৮১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হয়েছে। তথ্যপ্রযুক্তি বিভাগ এই টাকা অনুদান হিসেবে দিয়েছে।

  • প্রশ্ন:  অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর নাম কি?
    উত্তর:  ম্যালকম টার্নবুল 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে  শপথ নিয়েছেন ম্যালকম টার্নবুল। তিনি দেশটির ২৯ তম প্রধানমন্ত্রী।

  • প্রশ্ন:  সম্প্রতি অনুমোদিত (নতুন) – ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত নয় কোন জেলাটি ?
    উত্তর:  কিশোরগঞ্জ 
     

     

    নিদের্শনা: চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠনের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে প্রশাসনিক সংস্কার সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।ওই চারটি জেলা হলো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা। বৃহত্তর ময়মনসিংহের মধ্যে থাকা টাঙ্গাইল ও কিশোরগঞ্জকে এই বিভাগের অন্তর্ভুক্ত করা হয়নি

  • প্রশ্ন:  মহিলা এককে ‘ইউএস ওপেন’ ২০১৫ শিরোপা জেতেন কে?
    উত্তর:  ফ্লাভিয়া পেনেত্তা 
     

     

    নিদের্শনা: মহিলা এককে ‘ইউএস ওপেন’ ২০১৫ শিরোপা জেতেন ফ্লাভিয়া পেনেত্তা। ফ্লাভিয়া পেনেত্তার শিরোপা জেতাটা হলো নতুন ইতিহাস। ৩৩ বছর বয়সী পেনেত্তা প্রিয় বান্ধবী রোবার্তা ভিঞ্চিকে হারালেন ৭-৬, ৬-২ গেমে। প্রথম সেটে এক পর্যায়ে লড়াই হচ্ছিল হাড্ডাহাড্ডি। সমতা ছিল ৪-৪, ৫-৫ ও ৬-৬ গেমে। টাইব্রেকারে পেনেত্তা সেটটা জেতেন ৭/৪ পয়েন্টে। দ্বিতীয় সেটে পেনেত্তা ৪-০ গেমে এগিয়ে যাওয়ায় গড়া হয়ে যায় ভাগ্যলিপি। ৯৩ মিনিটেই ম্যাচটা জিতে ২০১০ সালে ফ্রাঞ্চেসকা শিয়াভোনের ফ্রেঞ্চ ওপেনের পর দ্বিতীয় ইতালিয়ান হিসেবে কোনো গ্র্যান্ড স্লাম এককের শিরোপায় চুমু আঁকলেন পেনেত্তা।

  • প্রশ্ন:  পুরুষ এককে ‘ইউএস ওপেন’ ২০১৫ শিরোপা জেতেন কে?
    উত্তর:  জোকোভিচ 
     

     

    নিদের্শনা: রজার ফেদেরারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের ২০১৫  শিরোপা জিতেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ। এ নিয়ে তিনি ক্যারিয়ারের ১০তম গ্র্যান্ড স্লাম জিতলেন।বছরের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিতেই সাফল্য পেলেন জোকোভিচ।

  • প্রশ্ন:  ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ২০১৫ পুরস্কারে কে  ভূষিত হয়েছেন ?
    উত্তর:  শেখ হাসিনা 
     

     

    নিদের্শনা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ২০১৫ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তার সুদূরপ্রসারি কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

  • প্রশ্ন:  ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ২০১৫ পুরস্কারে কে  ভূষিত হয়েছেন ?
    উত্তর:  শেখ হাসিনা 
     

     

    নিদের্শনা: জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ সম্মান ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ২০১৫ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় তার সুদূরপ্রসারি কর্মকা-ের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি পলিসি লিডারশীপ ক্যাটাগরিতে এ পুরস্কারে ভূষিত হয়েছেন।

  • প্রশ্ন:  who founded   “Grameen  Shakti”?
    উত্তর:  Dr. Mohammad Yunus 
     

     

    নিদের্শনা: Bangladesh on 20 August 2015 became the first country to receive funds from the United Nations (UN) for its fast growing solar home systems. The UN Framework Convention for Climate Change (UNFCCC) issued 395286 carbon credits worth 3.56 million US Dollar to two Bangladeshi organisations. Infrastructure Development Company Ltd (IDCOL) and Grameen Shakti are the two organisations that won the carbon credits. The UNFCCC has issued 212482 carbon credits to the IDCOL and 182804 credits to Grameen Shakti.The IDCOL is a state-owned development financial institution dedicated to promote and finance infrastructure and renewable energy projects, while Grameen Shakti, set up by Nobel Laureate Prof Muhammad Yunus, aims to take clean solar power systems and communication technology to villages

  • প্রশ্ন:  How much carbon credit Bangladesh got?
    উত্তর:  395286 carbon credits 
     

     

    নিদের্শনা: Bangladesh on 20 August 2015 became the first country to receive funds from the United Nations (UN) for its fast growing solar home systems. The UN Framework Convention for Climate Change (UNFCCC) issued 395286 carbon credits worth 3.56 million US Dollar to two Bangladeshi organisations. Infrastructure Development Company Ltd (IDCOL) and Grameen Shakti are the two organisations that won the carbon credits. The UNFCCC has issued 212482 carbon credits to the IDCOL and 182804 credits to Grameen Shakti.The IDCOL is a state-owned development financial institution dedicated to promote and finance infrastructure and renewable energy projects, while Grameen Shakti, set up by Nobel Laureate Prof Muhammad Yunus, aims to take clean solar power systems and communication technology to villages

  • প্রশ্ন:  UNFCCC stands for?
    উত্তর:  UN Framework Convention for Climate Change 
     

     

    নিদের্শনা: Bangladesh on 20 August 2015 became the first country to receive funds from the United Nations (UN) for its fast growing solar home systems. The UN Framework Convention for Climate Change (UNFCCC) issued 395286 carbon credits worth 3.56 million US Dollar to two Bangladeshi organisations. Infrastructure Development Company Ltd (IDCOL) and Grameen Shakti are the two organisations that won the carbon credits. The UNFCCC has issued 212482 carbon credits to the IDCOL and 182804 credits to Grameen Shakti.The IDCOL is a state-owned development financial institution dedicated to promote and finance infrastructure and renewable energy projects, while Grameen Shakti, set up by Nobel Laureate Prof Muhammad Yunus, aims to take clean solar power systems and communication technology to villages

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৪৬"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved