🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৮

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩৮

  • প্রশ্ন:  AIIB এর পূর্ণ রূপ কি?
    উত্তর:  Asian Infrastructure Investment Bank 
     

     

    নিদের্শনা: ৫০ টি দেশের কূটনীতিকগণ গত ২৯ জুন,২০১৫ সালে চায়না প্রস্তাবিত Asian Infrastructure Investment Bank (AIIB) প্রতিষ্ঠার লক্ষ্যে ৬০ অনুচ্ছেদ বিশিষ্ট একটি চুক্তি স্বাক্ষর করেন। অস্ট্রেলিয়া সর্ব প্রথম চীনের রাজধানী বেইজিং এ এই চুক্তি স্বাক্ষর করে। তবে প্রতিষ্ঠাকালীন ৫৭ টি দেশের সদস্যের মধ্যে ডেনমার্ক, কুয়েত, মালেশিয়া, ফিলিপাইন, হল্যান্ড,থাইল্যান্ড এবং সাউথ আফ্রিকা এতে স্বাক্ষর করেনি। এর মোট মূলধন হচ্ছে ১০০ বিলিয়ন ইউ এস ডলার। এবং সদস্য রাষ্ট্র গুলো মোট মূলধনের ৭৫ শতাংশ পর্যন্ত এখানে প্রদান করতে পারবে।চীন ২৯.৭৮ মিলিয়ন ইউএস ডলার প্রদানের মাধ্যমে ব্যাংকটির সর্বোচ্চ শেয়ার এর মালিক হয়েছে।ব্যাঙ্কটি ২০১৫ সালের শেষ নাগাদ চালু হবার কথা আছে। বাংলাদেশ ও AIIB এর একটি সদস্য।

  • প্রশ্ন:  ক্রিকেটে ক্যারিয়ারের তিন ম্যাচ সিরিজে সর্বোচ্চ  উইকেট শিকার করেন কোন বোলার?
    উত্তর:  মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ) 
     

     

    নিদের্শনা: ক্যারিয়ারের প্রথম ৩ ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান।২০১৫ সালের জুন মাসে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে  সিরিজে ১৩ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান। তিন ম্যাচ সিরিজেও মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারী।

  • প্রশ্ন:  ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ২ওয়ানডে ম্যাচে সর্বোচ্চ  উইকেট শিকার করেন কোন বোলার?
    উত্তর:  মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ)  
     

     

    নিদের্শনা: বাংলাদেশী ক্রিকেটার মোস্তাফিজুর রহমান গত জুন মাসে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর নিয়েছেন টানা দুই ম্যাচে ৫ উইকেট। প্রথম ম্যাচে নেন ৫ উইকেট এবং ২য় ম্যাচে নেন ৬ উইকেট। এর আগে জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি অভিষেকের পর নিয়েছেন টানা দুই ম্যাচে ৫ উইকেট। কিন্তু মোস্তাফিজুর রহমানের ১১ উইকেট প্রথম ২ ম্যাচে সর্বোচ্চ।

  • প্রশ্ন:  হাবিবুর রহমান মিলন পেশায় কি ছিলেন?
    উত্তর:  সাংবাদিক 
     

     

    নিদের্শনা: প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান মিলন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) চেয়ারম্যান এবং  দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক ছিলেন। তিনি ১৩ই জুন ২০১৫, শনিবার রাত ৩টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একুশে পদকপ্রাপ্ত হাবিবুর রহমান মিলন আশি ও নব্বইয়ের দশকে সন্ধানী ছদ্মনামে নিয়মিত ইত্তেফাকে কলাম ‘ঘরে-বাইরে’ লিখতেন।

  • প্রশ্ন:  বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর প্রথম রেজিস্ট্রার জেনারেল কে?
    উত্তর:  আমিনুল ইসলাম 
     

     

    নিদের্শনা: ২০১৫ সালের ১৪ই জুন তারিখে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলামকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের প্রথম রেজিস্ট্রার জেনারেল হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

    প্রধান বিচারপতি এসকে সিনহা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে এই পদে নিয়োগ দিয়েছেন বলে রোববার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • প্রশ্ন:  ২০১৫ সালে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (জিডিপি বেজড অন পিপিপি) বিশ্ব অর্থনীতিতে শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
    উত্তর:  চীন 
     

     

    নিদের্শনা: ক্রয় ক্ষমতার হিসাবে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এক নম্বরে উঠে এসেছে চীন। এ হিসাবে ২০১৩ সালে যুক্তরাষ্ট্র ১৬ হাজার ৭৬৮ দশমিক ১ বিলিয়ন ডলার জিডিপি অর্জনের মধ্য দিয়ে এক নম্বরে ছিল।২০১৫ সালে ১৮ হাজার ৯৭৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার জিডিপি অর্জন করে এক নম্বরে উঠে এসেছে চীন।

  • প্রশ্ন:  ২০১৫ সালে ক্রয় ক্ষমতার ভিত্তিতে (জিডিপি বেজড অন পিপিপি) বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত?
    উত্তর:  ৩৩

    নিদের্শনা:

    ক্রয় ক্ষমতার ভিত্তিতে (জিডিপি বেজড অন পিপিপি) বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখন ৩৩তম। ২০১৩ সালে ছিল ৩৬তম।ক্রয় ক্ষমতার ভিত্তিতে ২০১৫ সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭২ দশমিক ৪০ ডলার।

  • প্রশ্ন:  ২০১৫ সালে বিশ্ব অর্থনীতির আঙিনায় বাংলাদেশ এর অবস্থান কততম?
    উত্তর:  ৪৪ 
     

     

    নিদের্শনা: বিশ্ব অর্থনীতির আঙিনায় ১৪ ধাপ উপরে উঠে ৪৪তম স্থানে অবস্থান করছে।২০১৫ সালে বাংলাদেশের জিডিপির পরিমাণ বেড়ে ২০৫ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়েছে। আর এই জিডিপি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব অর্থনীতির আঙিনায় ১৪ ধাপ উপরে উঠে ৪৪তম স্থানে অবস্থান করছে।

  • প্রশ্ন:  ২৮ এপ্রিল নির্বাচনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন কে?
    উত্তর:  আ জ ম নাছির 
     

     

    নিদের্শনা: বাংলাদেশে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০১৫।২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন।

  • প্রশ্ন:  ২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন কে?
    উত্তর:  আনিসুল হক 
     

     

    নিদের্শনা: বাংলাদেশে সম্প্রতি ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় ২৮ এপ্রিল ২০১৫।২৮ এপ্রিল নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আনিসুল হক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আ জ ম নাছির মেয়র নির্বাচিত হন।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৩৮"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved