সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ২১
- প্রশ্ন: নতুন বেতনকাঠামোর সুপারিশ “জাতীয় বেতন ও চাকরি কমিশন” কবে অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেন?
উত্তর: ২১ ডিসেম্বর, ২০১৪নিদের্শনা: বাংলাদেশে নতুন বেতনকাঠামোর সুপারিশ “জাতীয় বেতন ও চাকরি কমিশন” ২১ ডিসেম্বর, ২০১৪ ইং তারিখে অর্থমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেন
- প্রশ্ন: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোতে ২০ ধাপের(গ্রেড) পরিবর্তে কতটি ধাপ সুপারিশ করেছে কমিশন-
উত্তর: ১৬ ধাপনিদের্শনা: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোতে ২০ ধাপের(গ্রেড) পরিবর্তে ১৬ ধাপ সুপারিশ করেছে জাতীয় বেতন ও চাকরি কমিশন”
- প্রশ্ন: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ করেছে কোন কমিশন-
উত্তর: জাতীয় বেতন ও চাকরি কমিশননিদের্শনা: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ করেছে -জাতীয় বেতন ও চাকরি কমিশন”
- প্রশ্ন: বাংলাদেশে নতুন বেতন কাঠামোতে কত শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে-
উত্তর: ৬৭.৭%নিদের্শনা: বাংলাদেশে নতুন বেতন কাঠামোতে ৬৭.৭শতাংশ বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে
- প্রশ্ন: মাকসুদুল আলম একজন —
উত্তর: বিজ্ঞানীনিদের্শনা: মাকসুদুল আলম একজন বিজ্ঞানী।২০১০ সালে মাকসুদুল আলম এর নেতৃত্বে একদল বিজ্ঞানী তোষা পাটের জিন নকশা উন্মোচন করে। তিনি ২১ই ডিসেম্বর ২০১৪ মৃত্যুবরণ করেন।
- প্রশ্ন: সম্প্রতি কবে তালেবানি জঙ্গিরা পাকিস্তানের একটি স্কুলে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়?
উত্তর: ১৬ই ডিসেম্বর, ২০১৪নিদের্শনা: ১৬ ডিসেম্বর ২০১৪ সালে পেশোয়ারের একটি বিদ্যালয়ে ঢুকেই তালেবান জঙ্গীরা প্রায় ৫শ’ ছাত্র-শিক্ষককে জিম্মি করে। পরে পাকিস্তানের পেশোয়ারে স্কুলে তালেবান হামলায় শিশুসহ ১৩২ জন নিহত হয়।
- প্রশ্ন: জাপানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি-
উত্তর: শিনজো আবেনিদের্শনা: ২০১২ সালে জাপানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম শিনজো আবে
- প্রশ্ন: ২০১৫ সালে (৬৫তম) মিস ওয়ার্ল্ড হয়েছেন-
উত্তর: মিরেইয়া লালাগুনাস, স্পেননিদের্শনা: মিস ওয়ার্ল্ড মুকুটটি উঠেছে স্পেনের মিরেইয়া লালাগুনা রোয়োর মাথায়। শনিবার রাতে চীনের সানিয়াতে অবস্থিত সাউদার্ন চায়নিজ আইল্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড ২০১৫ এর মূল অনুষ্ঠান।প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন রাশিয়ার সোফিয়া নিকিতচুক এবং তৃতীয় হয়েছেন ইন্দোনেশিয়ার মারিয়া হারফান্তি। এবারের প্রতিযোগিতায় মোট ১১৪ জন সুন্দরী অংশগ্রহণ করেছিলেন। প্রত্যেক প্রতিযোগী স্ব স্ব দেশ, অঞ্চলের প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মিরেইয়া লালাগুনা রোয়োর বাড়ি স্পেনের বার্সেলোনাতে। তিনি ফার্মাকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এখন তিনি নিউট্রিশন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। ২৩ বছর বয়সি এ সুন্দরী নিজের সৌন্দর্যের পাশাপাশি বক্তব্য দিয়েও বিচারকদের মুগ্ধ করেছেন।
- প্রশ্ন: ১৯ তম SAARC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ইসলামাবাদ, পাকিস্তাননিদের্শনা: ১৯ তম SAARC শীর্ষ সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে।
- প্রশ্ন: ১৯ তম SAARC শীর্ষ সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হবে?
উত্তর: ২০১৬ সালেনিদের্শনা: ১৯ তম SAARC শীর্ষ সম্মেলন ২০১৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ২১"