
- অধ্যাদেশ- রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন
- সরকারি বিল- মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন
- বেসরকারি বিল- সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন
- ফ্লোর ক্রসিং- অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান
- বাংলাদেশের সরকার- সংসদীয় পদ্ধতির
- সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি
- সংসদীয় পদ্ধতিতে সরকারপ্রধান- প্রধানমন্ত্রী
- রাষ্ট্রীয় কার্যক্রম চলে- রাষ্ট্রপতির নামে
- বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন- যুগোশ্লেভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো-৩১ জানু, ১৯৭৪ এবং ভারতের প্রেসিডেন্ট ভি.ভি. গিরি-১৮ জুন, ১৯৭৪।
- বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নিবার্চনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়েছেন, তিনি কে-এডভোকেট আবদুল হামিদ।
- নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী-সুপ্রীম কোর্ট।
- বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে-বিচারপতি এম ইদ্রিস।
- বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে-কাজী রকিবউদ্দীন আহমদ
- নির্বাচন কমিশন একটি-স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান।
- “তত্ত্বাবধায়ক সরকার বিল” কবে সংসদে পাশ হয়-২৭ মার্চ, ১৯৯৬।
জাতীয় সংসদ ভবন:
- জাতীয় সংসদ ভবন শেরে বাংলা নগরে অবস্থিত
- ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় ১৯৬২ সালে ।
- ভিত্তি প্রস্তুর স্থাপন করেন আইয়ুব খান ।
- জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই-আই-কান ।
- স্থপতি লুই-আই-কান যুক্তরাষ্ট্র এর নাগরিক ?
- জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর প্রতিষ্ঠিত।
- নির্মান ব্যয় ১৯৭ কোটি টাকা ।
- উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি, ১৯৮২ সালে ।
- উদ্বোধন করেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার ।
- বর্তমান জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশন বসে ১৫ ফেব্রুয়ারি, ১৯৮২ সালে ।
- বর্তমান জাতীয় সংসদ ভবনের নির্মানের আগে বাংলাদেশের সংসদ অধিবেশন বসত বর্তমান প্রধানমন্ত্রীর কাযালয়ে ।
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ৯ তলা বিশিষ্ট ।
- উচ্চতা ১৫৮ ফুট ৮ ইঞ্চি ।
- সংসদ কক্ষের উচ্চতা ১১২ ফুট ।
- জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের আসন সংখ্যা ৩৫৪ টি ।
- সংসদ ভবনে অতিথিদের আসন ৫৬ টি ।
- কর্মকর্তাদের আসন ৪১ টি ।
- সাংবাদিকদের আসন ৮০ টি ।দর্শকের আসন ৪৩০ টি ।
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবনে পাশের লেকটির নাম ক্রিসেন্ট লেক ।
এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।