📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১

বাগধারা, প্রবাদ ও প্রবচন

বাগধারা : কোন শব্দ বা শব্দ-সমষ্টি বাক্যে ব্যবহৃত হয়ে অর্থের দিক দিয়ে যখন বৈশিষ্ট্যময় হয়ে ওঠে, তখন সে সকল শব্দ বা শব্দ-সমষ্টিকে বাগধারা বা বাক্যরীতি বলা হয় । [বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী]

ইশিখন.কম এর এসএসসি (ssc) বা মাধ্যমিকি এইচ.এস.সি, বিশ্ববিদ্যালয় কোচিং, বিসিএস এর কোর্স এবং মডেল টেস্টগুলোতে রয়েছে বাগধারার বিশাল ভান্ডার এবং সমাহার।

আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগধারা বা বিশিষ্টার্থক শব্দ বলে । বাগধারা মূলত কথ্য ভাষার সম্পদ হলেও তা এখন আর কেবল কথ্য ভাষায় সীমাবদ্ধ নেই । সাহিত্যে তার বিচরণ এখন যত্রতত্র পরিলক্ষিত হচ্ছে। যেমন-

  • জান খারাপ
  • হাঁক দেওয়া
  • পকেট শুকিয়ে যাওয়া
  • বাজি মেরে দেওয়া [সৌদামিনী মালো; উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন]

অর্থাৎ, একটি বা কয়েকটি শব্দ বাক্যে একত্রে ব্যবহৃত হয়ে যখন ঐ শব্দ বা শব্দগুচ্ছের সাধারণ অর্থ প্রকাশ না করে কোন বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের বলা হয় বাগধারা বা বাক্যরীতি ।

প্রবাদ-প্রবচন : অনেকদিন ধরে লোকমুখে প্রচলিত জনপ্রিয় উক্তি যার মধ্যে সরলভাবে জীবনের কোনো গভীরতর সত্য প্রকাশ পায় সেগুলো প্রবাদ বা প্রবচন নামে অভিহিত হয়ে থাকে। কোনো স্বচ্ছন্দ, আন্তরিক কথাবার্তায় বা বর্ণনায় বক্তব্যকে চমকপ্রদ করে ইঙ্গিতময় করে তোলার ক্ষেত্রে সাধারণত প্রবাদ-প্রবচনের ব্যবহার হয়ে থাকে। নতুন অর্থে এর ব্যবহার হয় না বললেই চলে। যেমন-

  • পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে।
  • বিলাত ঘুরে মক্কা যাওয়া
  • দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো

The nearest way to poor man’s heart is down their throat. [সৌদামিনী মালো; উচ্চ মাধ্যমিক বাংলা সংকলন]

ভাষা অনুশীলন; ১ম পত্র

  1. হৈমন্তী
  2. সাহিত্যে খেলা
  3. বিলাসী
  4. কলিমদ্দি দফাদার
  5. সৌদামিনী মালো
  6. প্রবাদ-প্রবচন
  7. বাগধারা
  8. একটি তুলসী গাছের কাহিনী
  9. জীবন বন্দনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন

:: ‘ভেরেণ্ডা ভাজা’ বাগধারাটির অর্থ- (ঘ-১৯৯৯-৯৮)
:: ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি? (ঘ-১৯৯৯-২০০০)
:: ‘পান্তা ভাতে ঘি’ বাগবিধির অর্থ (ঘ-১৯৯৯-২০০০)
:: ‘মহাভারত অশুদ্ধ হওয়া’ বাগবিধির অর্থ (ঘ-২০০০-০১)
:: কোনটি প্রবচন? (ঘ-২০০০-০১)
:: ধরাকে সরা জ্ঞান করা
:: ফুলের ঘায়ে মূর্ছা যাওয়া
:: পুরোনো চাল ভাতে বাড়ে
:: দুধের স্বাদ ঘোলে মেটানো
:: ‘রত্নপ্রসবিনী’ শব্দের বিশিষ্টার্থ- (ঘ-২০০২-০৩)
:: ‘গরমা-গরম’ এর বিশিষ্টার্থ ? (ঘ-২০০৪-০৫)
:: ইঁদুর কপালে’ বাগধারাটির অর্থ (ঘ-২০০৫-০৬)
:: ‘নগদ নারায়ণ’ বাগধারাটির অর্থ (ঘ-২০০৬-০৭)
:: ‘টুপভুজঙ্গ’ বাগধারার অর্থ? (ঘ-২০০৮-০৯)
:: কোনটি প্রবাদ? (ঘ-২০০৮-০৯)
:: ধর্মের কল বাতাসে নড়ে
:: ‘নেপোয় মারে দই’- বাগবিধিটির অর্থ (ঘ-২০০৯-১০)
:: ‘লম্বা দেয়া’ বাগধারাটির অর্থ- (ঘ-২০১০-১১)
:: ‘কিলিয়ে কাঁঠাল পাকানো’- কী বোঝায়? (ক-২০০৫-০৬)
:: বাজারে কাটা’ বাগধারার অর্থ (ক-২০০৬-০৭)
:: ‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদটির অর্থ- (ক-২০০৬-০৭)
:: ‘ভাঁড়ে ভবানী’ প্রবচনের অর্থ- (ক-২০০৭-০৮)
:: ‘সাক্ষীগোপাল’- এর অর্থ: (গ-২০০৯-১০)
:: ‘হায়রে আমড়া, কেবল আঁটি আর চামড়া’- এ প্রবাদটির অর্থ: (গ-২০০৮-০৯)
:: ‘শিকায় তোলা’ বাগধারাটির অর্থ: (গ-২০০৮-০৯)
:: ‘ঢাক গুড়গুড়’-এর অর্থ: (গ-২০০৫-০৬)
:: ‘হচ্ছে হবে’ অর্থ: (গ-২০০৫-০৬)
:: আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে আমরা বলি: (গ-২০০৫-০৬)
:: ‘রাবণের চিতা’- এর অর্থ: (গ-২০০৪-০৫)
:: ‘চাঁদের হাট’ অর্থ: (গ-২০০৪-০৫)
:: ‘হটিরাম’ বাগধারাটির অর্থ- (গ-২০০৩-০৪)
:: ‘ডামাডোল’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে (গ-২০০১-০২)
:: ‘বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হচ্ছে- (গ-২০০১-০২)

পর্বগুলোর ধারাবাহিক সিরিয়াল:

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-২

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৩

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৪

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৫

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৬

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৭

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৮

সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-৯

   
   

0 responses on "সকল প্রকার বাংলা বাগধারা, প্রবাদ ও প্রবচন পর্ব-১"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved