সংবিধান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1608
16071. ইংল্যান্ডের ‘ম্যাগনাকার্টা’ সনদ বিশ্লেষণ করলে কী পাওয়া যায়?
- সংবিধানের ধারা
- সামাজিক অনুশাসন
- ধর্মীয় অনুশাসন
- অধিকার সনদ
16072. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
- ১৫১টি
- ১৫৩টি
- ১৫৭টি
- ১৫৯টি
16073. যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কোনটি উপযোগী নয়?
- লিখিত সংবিধান
- অলিখিত সংবিধান
- গণতন্ত্র
- কল্যাণমূলক রাষ্ট্র
16074. রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল কোনটি?
- সংবিধান
- আইন বই
- রীতি প্রথা
- সামাজিক অনুশাসন
16075. সংবিধানে দ্বিতয়ি সংশোধনী আনা হয় কত সালে?
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৭৫ সালে
16076. নাগরিক অধিকারের গ্যারান্টি কোনটি?
- সংসদীয় গণতন্ত্র
- মানবাধিকার কমিশন
- নির্বাচন
- সংবিধান
16077. জনাব ‘ক’ বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন। এখানে ‘ক’ কোন ব্যক্তিকে নির্দেশ করে?
- রামেন্দু মজুমদার
- সুরঞ্জিত সেনগুপ্তকে
- ড. কামাল হোসেনকে
- রাজিয়া বানুকে
16078. শিমুলদের দেশের কোন বিষয়ে একাধিকবার সংশোধনী আনা হয়েছে?
- রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি দু মেয়াদের অধিক অধিষ্ঠিত না হতে পারার নিয়ম
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত মহিলা আসন না থাকা
- একনায়কতন্ত্র
16079. শিমুলদের দেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে –
- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তকরণ
- রাষ্ট্রধর্ম ইসলাম করার পাশাপাশি সকল ধর্মচর্চার স্বাধীনতা নিশ্চিত করা হয়
- জাতীয় সংসদে মহিলাদের জন্য 50টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়
A,B,C
16080. সংবিধানের তৃতীয় সংশোধনী আনা হয় কত সালে?
- ১৯৭২ সালে
- ১৯৭৩ সালে
- ১৯৭৪ সালে
- ১৯৭৫ সালে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "সংবিধান - এসএসসি-পৌরনীতি-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1608"