শরিয়তের উৎস – এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা । কুইজ মডেল টেস্ট অনুশীলন
22641. শরিয়তের প্রথম ও প্রধান উৎস কী?
- সুন্নাহ
- ইজমা
- কুরআন মজিদ
- কিয়াস
22642. কোনটি মানুষকে ইবাদতে অনাগ্রহ করে তোলে?
- হারাম খাদ্য
- জুয়া খেলা
- ক্রিকেট খেলা
- ফুটবল খেলা
22643. যে ঘটনা ও অবস্থাকে কেন্দ্র করে আয়াত ও সূরা নাযিল হয়েছে তাকে সে আয়াত বা সূরার কী বলা হয়?
- ঘটনাবলি
- শানে নুযুল
- প্রেক্ষাপট
- কারণ
22644. * শহিদ সাহেব মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর মসজিদে সকাল-বিকাল ফ্রি কুরআন শিক্ষা চালু করেন।
- ইসলামে জ্ঞানার্জন ফরয
- এলাকাবাসীর কল্যাণ সাধন
- মসজিদের কল্যাণ সাধন
A,B
22645. শহিদ সাহেবের এ মহৎ কাজের ফলে-
- মসজিদের আর্ন বৃদ্ধি পাবে
- সমাজের কল্যাণ হবে
- মসজিদের ব্যয় হ্রাস পাবে
- সন্ত্রাস দূর হবে
22646. কেন মুশরিকরা বলতে শুরু করল যে, মুহাম্মদ (স)-কে তাঁর আল্লাহ পরিত্যাগ করেছে এবং তাঁর প্রতি রুষ্ট হয়েছে?
- জিব্রাঈল (আ) এর সাথে তাদের দেখা না হওয়ায়
- তিন দিন ওহি নাযিল বন্ধ থাকায়
- অনুসারীদের হতাশ করার জন্য
- মানুষের কাছে মহানবি (স) কে পরিচিত করার জন্য
22647. সালাতে সুরা ফাতিহা পাঠ করা-
- ফরজ
- ওয়াজিব
- সুন্নাত
- মুস্তাহাব
22648. পাঠ্যবইয়ের বন্ধু নির্বাচন সংক্রান্ত হাদিসটি কোন গ্রন্থ থেকে সংগৃহীত?
- বুখারি
- মুসলিম
- তিরমিযি
- ইবন মাজাদ
22649. দুই ঈদের নামাজ আদায় করা কী?
- ফরজ
- ওয়াজিব
- সুন্নত
- মুস্তাহাব
22650. সূরা আল ইনশিরাহ হচ্ছে-
- মাক্কি সুরা
- কুরআনের ৯৪ তম সুরা
- ৮ আয়াত বিশিষ্ট সুরা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের উৎস - এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2265"