শরিয়তের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2257
22561. মানুষের জন্য কীরুপ বস্তু হারাম করা হয়েছে?
- যা সুস্বাদু নয়
- যা ক্ষতিকর
- যা সুষম খাদ্য নয়
- যা সহজলভ্য নয়
22562. “আমিই কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এর সংরক্ষক।” এটি কার উক্তি?
- মুহাম্মদ (স)
- ঈসা (আ)
- জিব্রাঈল (আ)
- আল্লাহ তায়ালা
22563. ফরয অর্থ কী?
- শিথিলযোগ্য
- অবশ্য কর্তব্য
- কর্তব্য
- ঐকমত্য
22564. সূরা আদ-দুহা হতে আমরা শিক্ষা পাই-
- জ্ঞানীদের কর্তব্য অন্যদের অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্ত করা
- ভিক্ষুকদের তিরস্কার না করে যথাসম্ভব সাহায্য করা
- আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনও বর্জন করেন না
- উপরের সবগুলো
22565. মাওকুফ হাদিস বর্ণিত হয়েছে-
- রাসুলুল্লাহ (স) থেকে
- সাহাবি থেকে
- বাবিঈ থেকে
- তাবে-বাবিঈ থেকে
22566. আল্লাহ তার রাসুল (স) কে অবসরে কী করতে বলেছেন?
- বিশ্রাম করতে
- দাওয়াত করতে
- ইবাদত করতে
- নিদ্রা যেতে
22567. ‘ফারগাব’ শব্দের অর্থ কী?
- সাধনা কর
- আবেগপ্রবণ হন
- মনোনিবেশ কর
- কঠোর পরিশ্রম কর
22568. যেসব হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে তাকে কী বলা হয়?
- মাক্তু হাদিস
- মাওকুফ হাদিস
- মারফূ হাদিস
- তাকরীরী হাদিস
22569. ইয়ামামার যুদ্ধে কত জন হাফিযে কুরআন শহিদ হয়েছিলেন?
- ৫০ জন
- ৭০ জন
- ৯০ জন
- ১০০ জন
22570. জিহাদ কোন ধরনের ইবাদত?
- ফরযে আইন
- সুন্নাত
- ফরযে কিফায়া
- মুস্তাহাব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "শরিয়তের-উৎস - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2257"