এক ঢিলে বহু পাখি !
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক (AD) পরীক্ষা প্রস্তুতি

টপিকস :: ব্রেটন উডস, বিশ্ব ব্যাংক, IMF, WTO ও অন্যান্য বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান।
বিসিএস, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের পরীক্ষা এবং ভাইবার জন্য – এই পোস্টটি আপনার উপকারে আসবে ইনশাল্লাহ। 🙂 এই ‘পোস্ট সম্পর্কিত তথ্যসমূহ’ হতে ৩৫ লিখিততে টিকা, ৩৫ প্রিলি, পূর্বের প্রিলির প্রশ্নে বহুবার প্রশ্ন এসেছে। আর ব্যাংকসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এই তথ্যসমূহ হতে প্রতিনিয়ত প্রশ্ন আসে। বিসিএস, বাংলাদেশ ব্যাংক, সরকারি বা প্রাইভেট ব্যাংকের ভাইবাতেও এই বিষয় হতে প্রশ্ন করা হয়। 🙂
.
.
= = = ব্রেটন উডস সম্মেলন = = =
.
১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর প্রেক্ষাপটে আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা গঠন, যুদ্ধোত্তর রাষ্ট্রসমূহের পুণর্গঠন ও উন্নয়ন সাধন এবং বাণিজ্য ব্যবস্থা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
.
সম্মেলনে এ মর্মে প্রস্তাব গৃহীত হয় যে, উক্ত বিষয়গুলোর প্রয়োগকল্পে সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্যে ৩ টি আন্তর্জাতিক সংগঠন গঠন করা যুক্তিযুক্ত হবে। প্রস্তাবিত ৩ টি বহুজাতিক ব্যবস্থা নিুরূপ: বিশ্বব্যাংক (IBRD), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন (ITO) । এদের প্রধান কাজ হবে আন্তর্জাতিক বাণিজ্যের সমস্যা সমূহ পর্যবেক্ষণ ও সমাধানের উপায় বের করা।
.
১৯৪৪-৪৫ সাল নাগাদ প্রথমে ২ টি সংগঠন (বিশ্বব্যাংক গ্রুপের IBRD এবং IMF) প্রতিষ্ঠা লাভ করে । কিন্তু তৃতীয়টি নিয়ে দেখা দেয় বিবাদ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য কতিপয় রাষ্ট্র বাণিজ্য ব্যবস্থা তদারকির জন্য একটি পরিবর্তনশীল সংগঠন হিসাবে গ্যাটের জন্ম দেয় ১৯৪৭ সালে। ১৯৬৪ সালে জাতিসংঘ পর্ষদ প্রদত্ত বিকল্পের ভিত্তিভূমিতেই UNCTAD প্রতিষ্ঠা লাভ করেছিল, এবং এক সময় মনে হয়েছিল যে, ১৯৬৪ এর UNCTAD ১৯৪৭ এর গ্যাটের প্রতিস্থাপক হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোতভাবে গ্যাটকে সমর্থন করায় গ্যাট পর্যায়ক্রমে শক্তিশালী হতে থাকে।
.
.
‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলতে বুঝায় = ২ টি প্রতিষ্ঠানকে ।
১. WB (IBRD)
২. IMF
NB : বাজারের বেশিরভাগ বইতে ১ টি প্রতিষ্ঠান, IMFদেয়া।
(এটি ভুল, স্বপক্ষে WB ওয়েব হতে গৃহীত পোস্ট পরবর্তী কমেন্টে সংযোজিত pic দেখুন)

= = = বিশ্বব্যাংক (World Bank) = = =
.
* বিশ্বব্যাংক (World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তাকারী সংস্থা
* বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে
১. IBRD : পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক
২. IDA : আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
* লক্ষ্য : বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন
* কাজ : উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে
* সদর দপ্তর : ওয়াশিংটন ডিসি
* সদস্য সংখ্যা : ১৮৮ টি রাষ্ট্র
* বাংলাদেশ সদস্যপদ পায় = ১৭ আগস্ট, ১৯৭২
* বিশ্বব্যাংক ও আইএমএফের জনক = লর্ড কেইনস এবং হ্যারি ডেক্সটার হোয়াইট
* বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্ট = ইউগেন মেয়ার
* বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট = জিম ইয়ং কিম (১২তম)
* বিশ্বব্যাংকের সাহায্য পাওয়া প্রথম দেশ = ফ্রান্স (বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা)
* মধ্যম আয়ের দেশকে ঋণ ও সহযোগিতা দেয় = IBRD
* ১৯৯১ সালে বিশ্বব্যাংক ঘোষণা করে যে বাণিজ্যিক ভিত্তিতে কাঠ কাটা বা পরিবেশের ক্ষতি করে এমন স্থাপনা নির্মাণের জন্য সংস্থাটি কোন অর্থায়ন করবে না।
.
.
= = = বিশ্বব্যাংক গ্রুপ = = =
.
* প্রতিষ্ঠিত হয় = ১৯৪৪
* বিশ্বব্যাংক গ্রুপকে বলা হয় = Five Institutions, One Group.
* ৫ টি প্রতিষ্ঠানের সমন্বয়ে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত :
১. IBRD (১৯৪৪)
২. IFC (১৯৫৬)
৩. IDA (১৯৬০)
৪. ICSID (১৯৬৬)
৫. MIGA (১৯৮৮)
.
IBRD: International Bank for Reconstruction and Development.
* প্রতিষ্ঠিত হয় = ১৯৪৪
* IBRD কার্যক্রম শুরু করে = ১৯৪৬
* বিশ্ব ব্যাংক বলতে বুঝায় = IBRD কে
* এটি মধ্যম আয়ের দেশ ও দরিদ্র দেশগুলোকে ঋণ ও আর্থিক সহায়তা দেয়।
.
IFC: International Finance Corporation
* প্রতিষ্ঠিত হয় = ১৯৫৬
* উন্নয়নশীল দেশের টেকসই উন্নয়নে ‘বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্বিতে’ কাজ করে।
* বেসরকারি খাতের প্রকল্পে অর্থায়ন করে।
* আন্তর্জাতিক ‘আর্থিক বাজার উন্নয়নে’ কাজ করে।
.
IDA: International Development Association
* প্রতিষ্ঠিত হয় = ১৯৬০
* soft loan window বলা হয় = IDA এর ঋণকে (কারণ সহজ শর্তে দীর্ঘমেয়াদী ঋণ দেয়)
.
ICSID : International Centre for Settlement of Investment Disputes
* প্রতিষ্ঠিত হয় = ১৯৬৬
* সরকার এবং বিদেশী বিনিয়োগকারীদের মধ্যে ‘বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি’ করতে কাজ করে।
.
M IGA: Multilateral Investment Guarantee Agency
* প্রতিষ্ঠিত হয় = ১৯৮৮
* উদীয়মান অর্থনীতির দেশে ‘বৈদেশিক বিনিয়োগ’ (FDI) আকর্ষণ ও বিনিয়োগ বৃদ্বিতে কাজ করে।
.
.
:: সহজে মনে রাখতে …….
.
* ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলতে বুঝায় = ২ টি প্রতিষ্ঠানকে ।
১. WB (IBRD)
২. IMF
.
* বিশ্বব্যাংক গঠিত হয় = ২ টি প্রতিষ্ঠান নিয়ে ।
১. IBRD (International Bank for Reconstruction and Development)
২. IDA (International Development Association)
.
* বিশ্বব্যাংক গ্রুপ গঠিত হয় = ৫ টি প্রতিষ্ঠান সমন্বয়ে: (আদ্যাক্ষর অনুযায়ী মনে রাখুন)
১. IBRD
২. ICSID
৩. IDA
৪. IFC
৫. MIGA
.
.
= = IMF : International Monetary Fund = =
.
* গঠনের সিদ্বান্ত হয় = ১৯৪৪ (ব্রেটন উডস সম্মেলন)
* প্রতিষ্ঠিত হয় = ১৯৪৫, ২৭ ডিসেম্বর
* আর্থিক কার্যক্রম শুরু করে = ১৯৪৭ (১৬ তম বিসিএস)
* সদস্য = ১৮৮ টি দেশ
* ব্যবস্থাপনা পরিচালক = ক্রিস্টিনা লাদার্খ (ফ্রান্স)
* এটি ‘মুদ্রার বিনিময় হার স্থিতিশীল’ রাখতে কাজ করে।
* এটি ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্বিতে’ ও ‘বানিজ্য ঘাটতি’ শোধরাতে আর্থিক সহযোগিতায় দান করে।
* এর রিজার্ভ সম্পদের একককে বলে = SDR (special drawing right)
* ১৯৬৯ সালে SDR প্রবর্তন করা হয়।
.
The IMF uses a quota system and its unit of account is the SDR (special drawing right). The currency value of the SDR is determined by summing the values in U.S. dollars, based on market exchange rates, of a basket of major currencies (dollar, Euro, yen, and pound).
.
.
= = BIS : Bank for International Settlements = =
.
* প্রতিষ্ঠিত হয় = ১৯৩০
* সকল ‘কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক’ হলো = BIS
* আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার সাধনার জন্য কেন্দ্রীয় ব্যাংকসমূহকে সহযোগিতা করে।
.
.
= = = বিশ্ব বাণিজ্য সংগঠন (WTO) = = =
.
* এটি বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে
* প্রতিষ্ঠিত হয় = ১জানুযারী, ১৯৯৫ (প্রতিষ্ঠাকালীন উরুগুয়ে রাউন্ডেই সদস্য হয় = ১২৩)
* বাংলাদেশের সদস্যপদ লাভ = ১০ জানুয়ারী, ১৯৯৫
* ‘উরুগুয়ে রাউন্ড বাণিজ্য সমঝোতার’ মাধ্যমে বিশ্ব বাণিজ্য সংগঠন (WTO) গঠিত হয়
* উরুগুয়ে রাউন্ডের সংলাপ হয়েছিল = ৮ বত্সর (১৯৮৬-৯৪)
.
লক্ষ্য ও উদ্দেশ্য :
* বিশ্ব বাণিজ্যের প্রসার করা
* মুক্ত বাণিজ্যের প্রসার করা
* বাণিজ্যের অ- শুল্ক বাধা সমূহ দূর করা
* বাণিজ্য আলোচনার ফোরাম হিসেবে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি করে।
* সদর দপ্তর = জেনেভা, সুইজারল্যান্ড
* দাপ্তরিক ভাষা = ৩ টি (ইংরেজী, ফ্রেঞ্চ, স্পেনিশ)
* বর্তমানে মোট সদস্য = ১৬2 টি । উইকিতে ও তাদের ওয়েবে আছে ১৬২। সর্বশেষ সম্মেলনে আরো দুটি সদস্য যোগ হয় সে হিসবে ১৬৪
* সর্বশেষ সদস্য = আফগানিস্তান।
* WTO এর পুর্বসরি = GATT or GATT উত্তরাধিকারী WTO
* GATT WTO তে রূপান্তরিত হয় = ১৯৯৫ সালে
* WTO এর সবোর্চ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহনের দায়িত্ব মন্ত্রী পর্যায়ের সম্মেলনের (Council of Ministers) ওপর ন্যস্ত । মন্ত্রী পর্যায়ের সম্মেলন (Council of Ministers) অন্তত দুবছরে একবার মিলিত হয়।
.
.
= = = GATT = = =
.
* গ্যাট মূলত কোন বাণিজ্যিক সংগঠন নয়, এটা একটা বাণিজ্যিক চুক্তি।
* ১৯৪৭ সালে জেনেভাতে GATT চুক্তি স্বাক্ষরিত হয়।
* উদ্দেশ্য : বিশ্বব্যাপী বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন কর্মসূচী প্রণয়ন করা এবং মুক্তবাজার অর্থনীতিকে গতিশীল করা।
.
.
= = = GATT হতে WTO (একনজরে) = = =
.
২য় বিশ্বযুদ্ব পরবর্তী সময়ে রাষ্ট্রসমূহের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক নির্ধারণের প্রয়োজন থেকেই GATT জন্মলাভ করে। গ্যাট চুক্তি স্বাক্ষরের পর থেকে চুক্তিটিকে একটি বহুপাক্ষিক বাণিজ্য সংস্থায় রূপান্তর করার প্রয়োজন দেখা দেয়। এ প্রয়োজনেই ১৯৪৭ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত গ্যাটের কর্তৃত্বকে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার লক্ষ্যে চুক্তিটির আলোচনার মাধ্যমে বিশ্ববাণিজ্য সংগঠন (WTO) গঠনের উদ্যোগ শুরু হয়। অবশেষে ১৯৮৬ সালে গ্যাটের উরুগুয়ে রাউন্ড আলোচনার মধ্য দিয়েই চুক্তিটি বিশ্ববাণিজ্য সংস্থায় রূপান্তর লাভ করে। ১৯৯৫ সালের ১ জানুয়ারী GATT আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
.
.
= = = উরুগুয়ে রাউন্ড = = =
.
* ১৯৮৬ সালে উরুগুয়েতে ১০৭টি দেশের প্রতিনিধিদের নিয়ে ‘গ্যাট বৈঠক’ শুরূ হয়।
* উরুগুয়ে রাউন্ডই ‘ডাংকেল প্রস্তাব’ গৃহীত হয়।
.
.
= = = ডাংকেল প্রস্তাব = = =
.
* ১৯৯৩ সালের ১৫ই ডিসেম্বর ‘ডাংকেল প্রস্তাব’ গৃহীত হয়।
* এই ‘ডাংকেল প্রস্তাবের’ আওতায় ২০০৪ সালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নির্ধারিত ‘কোটা প্রথা’ উঠে যায়।
.

===
তথ্যসূত্র :
* WB ওয়েবসাইট
* WB গ্রুপ ওয়েবসাইট
* IMF ওয়েবসাইট
* WTO ওয়েবসাইট
.
শুধু BCS: Our Goal [Largest …] গ্রুপ
এবং Zakir’s BCS specials পেজটির মেম্বারদের জন্য
কার্টেসি ছাড়া অন্য কোন গ্রুপ বা পেজে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ।
অন্যের বা বান্দার হক নষ্ট করলে আল্লাহ কখনও ক্ষমা করেনা !

===
.
যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করেনা, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। [ আবু দাউদ ]
যে তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। [ সহীহ বুখারী ]
আল্লাহ ততোক্ষণ বান্দাহর সাহায্য করেন, যতোক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করে। [ সহীহ মুসলিম ]
“”To accomplish great things, we must not only act, but also dream; not only plan, but also believe.”” – Anatole France

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below

Jannatul Ferdous
Jannatul Ferdous

Course Counsellor

I am online

I am offline

Md. Shamim Sweet
Md. Shamim Sweet

Course Counsellor

I am online

I am offline

Mehedi Hasan
Mehedi Hasan

Technical Support

I am online

I am offline

Rezaul Hasan Sarker
Rezaul Hasan Sarker

Course Counsellor

I am online

I am offline

Ariful Islam Aquib
Ariful Islam Aquib

Course Counsellor

I am online

I am offline

Syeda Nusrat
Syeda Nusrat

Course Counsellor

I am online

I am offline