“রেওয়ামিল”
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট অনুশীলন – 145
এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট | 1441. প্রারম্ভিক ব্যাংক ব্যালেন্স সাধারণত রেওয়ামিলে –
- ডেবিট কলামে লেখা হয়
- ক্রেডিট কলামে লেখা হয়
- অনিশ্চিত হিসাবে লেখা হয়
- কোনো কলামেই লেখা হয় না
1442. আফসানা টেক্সটাইল ২০১১ সালের ৩১ শে ডিসেম্বর খতিয়ানের উদ্বৃত্তসমূহ থেকে রেওয়ামিল প্রস্তুত করার পর দেখতে পেল ডেবিট দিকের যোগফল ৫,০০০ টাকা কম। এটির মাধ্যমে কোনটি প্রকাশ পায়?
- অনিশ্চিত হিসাব লিখতে হবে
- আর্থিক বিবরণীতে ভুল আছে
- হিসাব সঠিক আছে
- হিসাবরক্ষণে গাণিতিক সঠিকতা রক্ষা হয়নি
1443. রেওয়ামিলের সম্পূর্ণ ভুল ধরা না পড়লে অনিশ্চিত হিসাবের উদ্বৃত্ত কোথায় যাবে?
- আর্থিক বিবরণী দায় পাশে
- আর্থিক বিবরণী সম্পদ পাশে
- আর্থিক বিবরণী অনুপস্থিত থাকবে
- প্রকৃতি অনুযায়ী দায় বা সম্পত্তি পাশে
1444. ১০% হারে ৫০,০০০ টাকা বিনিয়োগ করলে বছর শেষে দেখা গেল বিনিয়োগের সুদ অনাদায়ী রয়েছে। ‘বিনিয়োগের অনাদায়ী সুদ’ রেওয়ামিলে কোথায় এবং কত টাকা বসবে?
- ডেবিট দিকে ৫০০০ টাকা
- ক্রেডিট দিকে ৫০০০ টাকা
- ডেবিট দিকে ৫৫০০০ টাকা
- ক্রেডিট দিকে ৫৫০০০ টাকা
1445. মুনাফাজাতীয় খরচকে মূলধনজাতীয় খরচ হিসাবে দেখানো হলে এমন ধরনের ভুলকে বলা হয় –
1446. হিসাব সংক্রান্ত নীতি অনুসারে মি. জুবের লেনদেন হিসাবভুক্ত করেন। এ বছরের হিসাবে তিনি কিছু সম্ভাব্য দায় অনুমান করেন। মি. জুবের সম্ভাব্য দায়কে রেওয়ামিলের কোন পার্শ্বে অন্তর্ভুক্ত করবেন?
- রেওয়ামিলের ডেবিট পার্শ্বে
- রেওয়ামিলের ক্রেডিট পার্শ্বে
- রেওয়ামিলে বহির্ভূত থাকবে
- অনিশ্চিত হিসাবে যোগ হবে
1447. রেওয়ামিলে একটি হিসাবের ডেবিট জের ১৩০ টাকা ভুলে ক্রেডিট কলামে লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
- ৬৫ টাকা
- ১৩০ টাকা
- ৩১০ টাকা
- ২৬০ টাকা
1448. রেওয়ামিল হিসাবচক্রের কোন স্তর/ধাপ?
- চতুর্থ স্তর
- পঞ্চম স্তর
- দ্বিতীয় স্তর
- তৃতীয় স্তর
1449. যাবতীয় সম্পত্তিবাচক হিসাবের উদ্বৃত্ত রেওয়ামিলের –
- ডেবিট কলামে লেখা হয়
- ক্রেডিট কলামে লেখা হয়
- ডেবিট ও ক্রেডিট উভয় কলামেই লেখা হয়
- আংশিক ডেবিট ও আংশিক ক্রেডিট কলামে লেখা হয়
1450. রেওয়ামিলের ডেবিট দিকে বসবে –
- যাবতীয় দায় হিসাব সমূহের উদ্বৃত্ত
- যাবতীয় ব্যয় হিসাব সমূহের উদ্বৃত্ত
- যাবতীয় অগ্রিম প্রদত্ত খরচের হিসাব সমূহের উদ্বৃত্ত
- কোনটিই নয়
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুনঃ
এসএসসি বাংলা মডেল টেস্ট
এসএসসি সাধারণ বিজ্ঞান মডেল টেস্ট
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট
0 responses on "এসএসসি হিসাববিজ্ঞান মডেল টেস্ট - 145"