এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলা-2-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1174
11731. এক্ষণে জানিলাম কুসুমে কীট আছে এটি –
- নিত্যবৃত্ত অতীত
- সাধারণ অতীত
- পুরাঘটিত বর্তমান
- সাধারণ বর্তমান
11732. কোনটি ঘটমান অতীত কালের উদাহরণ?
- কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিলএক্ষণে জানিলাম
- কুসুমে কীট আছেকাজটি কি তুমি করেছিলেতুমি যদি যেতে
- তবে ভালোই হতো”;}}
11733. নিচের কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
- আমি রোজ সকালে বেড়াই
- তোমাকে আজ স্কুলে যেতে হবে
- আমি রোজ বেড়াতে যাব
- আমি রোজ স্কুলে যেতাম
11734. জ্যোৎস্নায় চারদিক ঝলমল করছে। বাক্যের ক্রিয়াটি কোন কাল নির্দেশক?
- সাধারণ বর্তমান
- ঘটমান বর্তমান
- পুরাঘটিত বর্তমান
- নিত্যবৃত্ত বর্তমান
11735. সন্ধ্যায় সূর্য অস্ত সায় – উদাহরণটি কোন বর্তমান কালের?
- সাধারণ
- ঘটমান
- নিত্যবৃত্ত
- পুরাঘটিত
11736. চার আর তিনে মিলে সাত হয় – বাক্যটিতে কী প্রকাশে নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট্য প্রয়োগ হয়েছে?
- স্থায়ী সত্য
- অনিশ্চয়তা
- কামনা
- সম্ভাবনা
11737. স্বাভাবিক ও অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে বলা হয় –
- পুরাঘটিত বর্তমান কাল
- সাধারণ বর্তমান কাল
- নিত্যবৃত্ত বর্তমান কাল
- ঘটমান বর্তমান কাল
11738. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?
- এক প্রকার
- দশ প্রকার
- তিন প্রকার
- পাঁচ প্রকার
11739. কোনটি ঐতিহাসিক বর্তমান কালের উদাহরণ?
- সন্ধ্যায় সূর্য অস্ত যায়
- আমি রোজ সকালে বেড়াতে যাই
- বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লীর সিংহাসনে আরোহণকরেন
- চার আর তিনে সাত হয়
11740. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?
- গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি
- চোখের আলোয় দেখেছিলেম
- আকাশ জুড়ে মেঘ করেছে
- নকুল দা জুতো মচমচিয়ে চলছিলেন
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলা-2-4 - এসএসসি-বাংলা-2-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1174"